১০৯
আমার শ্যামা মায়ের কোলে চ'ড়ে
জপি আমি শ্যামের নাম |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র: ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে এইচ.এম.ভি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল
N -9937। শিল্পী: জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী । [শ্রবণ নমুনা]৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ: জয়-জয়ন্তী, তাল: যৎ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি: পঁচিশতম খণ্ড [নজরুল ইন্সটিটিউট, ভাদ্র,১৪১২/আগষ্ট ২০০৫)]
রাগ: সিন্ধু-কাফি। তাল : যৎ। [নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট,
মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১১) ]
গ্রহস্বর: মা
৮.অঙ্গ: টপ্পা।