১০৯
               রাগ: সিন্ধু-কাফি। তাল : যৎ

আমার  শ্যামা মায়ের কোলে চ'ড়ে জপি আমি শ্যামের নাম
          মা হলেন মোর মন্ত্র-গুরু ঠাকুর হলেন রাধা-শ্যাম
                  ডুবে শ্যামা-যমুনাতে
          মা     খেলবো খেলা শ্যামের সাথে
          শ্যাম যবে মোরে হানবে হেলা মা পুরাবেন মনস্কাম
          আমার  মনের দোতারাতে শ্যাম ও শ্যামা দুটি তার,
          সেই দোতারায় ঝঙ্কার দেয় ওঙ্কার রব অনিবার।
                  মহামায়া মায়ার ডোরে
                  আনবে বেঁধে শ্যাম-কিশোরে
আমি    কৈলাসে তাই মাকে ডাকি দেখবো সেথা ব্রজধাম                  

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে এইচ.এম.ভি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল N -9937।  শিল্পী: জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী । [শ্রবণ নমুনা]

৩. রচনাকাল:  প্রকাশকালের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
                  
                      
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম

. স্বরলিপিকার: সালাউদ্দিন আহ্‌মেদ।

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

৮.অঙ্গ: টপ্পা।