বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ১১.
শিরোনাম:
ভেসে
আসে সুদূর
স্মৃতির সুরভি
হায় সন্ধ্যায়
পাঠ ও পাঠভেদ:
১১.
তাল: কাহারবা
ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি হায় সন্ধ্যায়
রহি' রহি' কাঁদি' ওঠে সকরুণ পূরবী, আমারে কাঁদায়॥
কা'রা যেন এসেছিল, এসে ভালোবেসেছিল।
ম্লান হ'য়ে আসে মনে তাহাদের সে-ছবি, পথের ধুলায়॥
কেহ গেল দ'লে ─ কেহ ছ'লে, কেহ গলিয়া নয়ন নীরে
যে গেল সে জনমের মত গেল চলিয়া এলো না, এলো না ফিরে
কেহ দুখ দিয়া গেল কেহ ব্যথা নিয়া গেল
কেহ সুধা পিয়া গেল কেহ বিষ করবী তাহারা কোথায় আজ
তাহারা কোথায়॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৬
খ্রিষ্টাব্দের
ডিসেম্বর
মাসে
H.M.V. রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি নজরুল
ইসলামের ৩৭ বৎসর বয়সে রচিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: