১১১
                       তাল: কাহারবা।
         গগনে খেলায় সাপ বরষা-বেদিনী ।
         দূরে দাঁড়ায়ে দেখে ভয় -ভীতা মেদিনী

         দেখায় মেঘের ঝাপি তুলিয়া
         ফণা তুলি' বিদ্যুৎ-ফণি ওঠে দুলিয়া,
         ঝড়ের তুব্‌ড়িতে বাজে তার অশান্ত রাগিণী

         মহাসাগরে লুটায় তার সর্পিল  অঞ্চল
         দিগন্তে দুলে তার এলোকেশ পিঙ্গল
         ছিটায় মন্ত্রপূত ধারাজল অবিরল তন্বী-মোহিনী

         অশনি-ডমরু ওঠে দমকি'
         পাতালে বাসুকি ওঠে চমকি'
         তার ডাক শুনে ছুটে আসে নদীজলে যেন পাহাড়িয়া নাগিনী

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৩৮ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে এইচ.এম.ভি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল  N -17178।  শিল্পী: রেবা সোম, পদ্মরাণী চট্রোপাধ্যায়, অণিমা মুখোপাধ্যায় ও চিত্তরঞ্জন রায় । [শ্রবণ নমুনা]

৩. রচনাকাল:  প্রকাশকালের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৯ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: পাঠভেদ।
                  
                      
৫. সুরকার: কমল দাশগুপ্ত।

. স্বরলিপিকার: সুধীন দাশ।

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
পর্যায়: প্রকৃতি
তাল: কাহারবা
গ্রহস্বর: সা