১১৫
আমি জানি তব মন বুঝি তব ভাষা |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র:
১৯৪৭ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে এইচ.এম.ভি থেকে এই
গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল
N-
27714
শিল্পী:
সন্তোষ সেনগুপ্ত ।
৩. রচনাকাল:
গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। ১৯৪৭ খ্রিষ্টাব্দের
সেপ্টেম্বর মাসে এইচ.এম.ভি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। প্রকাশকালের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪৮ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ:
৫. সুরকার: শৈলেশ দত্তগুপ্ত । ( বি.দ্র. -বেতার অনুষ্ঠানে
গানটির সুরকার ছিলেন কাজী নজরুল ইসলাম ) সুতরাং রেকর্ডে সে সুর পরিবর্তি
হয়েছে ।
৬. স্বরলিপিকার: এস. এম. আহসান মুর্শেদ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি: সাতাশতম খণ্ড। নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪১২। অক্টোবর, ২০০৫)]
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
গ্রহস্বর: সমা।
পর্যায়: আধুনিক