১১৬
আমি নামের নেশায় শিশুর মতো ডাকি গো মা ব'লে
শুনলে 'মা' নাম জেগে উঠি
ও নাম আমার মুখের বুলি ও নাম খেলার সাথি
মা-হারানো শিশুর মতো |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ,১৪১৭ /ফেব্রুয়ারি ২০১১) নামক গ্রন্থের ১১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৭।
রের্কড বুলেটিন; রাঙাজবা।
নজরুল রচনাবলী, ৩য় খণ্ড, ঢাকা।
নজরুলগীতি-অখণ্ড হরফ।
২. রেকর্ড সূত্র: ১৯৩৭ খ্রিষ্টাব্দের এপ্রিল, মাসে
এইচ.এম.ভি থেকে এই
গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল
N-
9877
শিল্পী:
কুমারী বিজন ঘোষ। [শ্রবণ
নমুনা]
৩. রচনাকাল: প্রকাশকালের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ:
৫. সুরকার: কমল দাশগুপ্ত।
৬. স্বরলিপিকার: সালাউদ্দিন আহ্মেদ। নজরুল-সঙ্গীত স্বরলিপি:
অষ্টাদশ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪০৬। মে ১৯৯৯)
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ:
তাল:
ফের্তা।
পর্যায়: ভক্তিমূলক।
গ্রহস্বর:
গা।