১১৭
আমি মূলতানী গাই
জাপটে সুরের দাড়ি
হায় হায় রে হায় -
মোর মুখের হা দেখে হিপোপটেমাস |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭। ফেব্রুয়ারি ২০১১) নামক গ্রন্থের ১১৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৭।
নজরুল-সঙ্গীত স্বরলিপি: (খণ্ড সংখ্যা নাই)
রের্কড বুলেটিন ।
নজরুলগীতি-অখণ্ড, হরফ।
২. রেকর্ড সূত্র:
১৯৪০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে সেনোলা রেকর্ড
কোম্পানি থেকে এই
গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল
Q.S.502।
শিল্পী: বরদা গুহ। [শ্রবণ
নমুনা]
৩. রচনাকাল:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে কিছু জানা যায় না। গানটির প্রথম
প্রকাশিত হয়েছিল কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ:
৫. সুরকার: কমল দাশগুপ্ত।
৬. স্বরলিপিকার: সালাউদ্দিন আহ্মেদ।
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
তাল: ফের্তা।
পর্যায়: হাসির গান।
গ্রহস্বর: গা।