১১৭
          তাল: কাহার্‌বা   

আমি  মূলতানী গাই
শ্রোতারা বাছুর সম মুখপানে চেয়ে মম
ঘন ঘন তোলে হাই

জাপটে সুরের দাড়ি
শ্বশুরের দাড়ি, ভাসুরের দাড়ি
          সাপটে তান মারি- আ - আ - আ
          জাপ্‌টে সুরের দাড়ি
          সাপটে তান মারি
গমকে ধমক দেই, মীড়ের মাড় চটকাই

হায় হায় রে হায় -
বোলতানে আবোল-তাবোল তানে খেলি হা-ডু-ডু
কিত্‌- কিত্‌ - হা-ডু-ডু- হা -ডু-ডু -কিত্‌ -কিত্‌ কিত্‌-কিত্
          মোড়-মোড়-মোড় -
আমি    বাটের চাট মেরে সুরে করি চিত
আমি    তালের সিঙ্ দিয়ে বেদম গুতাই

মোর    মুখের হা দেখে হিপোপটেমাস
          আফ্রিকার জঙ্গলে ভয়ে করে বাস
আমি    যত নাহি গাই তার অধিক রাগাই             
                                                      

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

 ২. রেকর্ড সূত্র:  ১৯৪০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে সেনোলা রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল  Q.S.502। শিল্পী: বরদা গুহ। [শ্রবণ নমুনা]
                      
৩. রচনাকাল:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে কিছু জানা যায় না। গানটির প্রথম প্রকাশিত হয়েছিল  কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
                  
                      
৫. সুরকার: কমল দাশগুপ্ত।
               
৬. স্বরলিপিকার: সালাউদ্দিন আহ্‌মেদ।

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
    তাল:
ফের্‌তা।
    পর্যায়: 
হাসির গান।
    গ্রহস্বর: 
গা।