১১৮
                তাল : কাহার্‌বা ।   

আমি     রচিয়াছি নব ব্রজধাম হে মুরারি
সেথা     করিবে লীলা এসো গোলক-বিহারী

মোর      কামনার কালীদহ করি মন্থন
            কালীয় নাগে হরি করিও দমন
আছে      গিরি-গোবর্ধন মোর অপরাধ
যদি        সাধ যায় সেই গিরি ধ'রো গিরিধারী

আছে      ষড় রিপু কংসের অনুচর দল
আছে      অবিদ্যা পুতনা শোক্ দাবানল
আছে      শত জনমের সাধ আশা-ধেনুগন
আছে      অসহায় রোদনের যমুনা-বারি।

আছে       জটিলতা কুটিলতা প্রেমের বাধা
হরি         সব আছে, নাই শুধু আনন্দ-রাধা
তুমি        আসিলে হরি ব্রজে রাজেশ্বরী
আসিবেন  হাদিনী রূপে রাধা প্যারী    
                  

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৪০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর, মাসে সেনোলা থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল  Q.S.486 শিল্পী: দিলীপকুমার রায় (রজনীকান্তের দৌহিত্র) রেকর্ড লেবেল ও রেকর্ড বুলেটিন। [শ্রবণ নমুনা]
                      
৩. রচনাকাল: প্রকাশকালের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
                  
                      
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।

৬. স্বরলিপিকার:
  
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
    গ্রহস্বর :  
    পর্যায় :
শ্যামা- সঙ্গীত(রেকর্ড লেবেলে)
    তাল :
কাহার্‌বা।