বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ১২.
শিরোনাম:
কাণ্ডারি
গো, কর কর পার এই অকূল ভব-পারাবার।
পাঠ ও পাঠভেদ:
১২
তালঃ দাদ্রা
কাণ্ডারি গো, কর কর পার এই অকূল ভব-পারাবার।
তোমার চরণ-তরী বিনা, প্রভু পারের আশা নাহি আর॥
পাপের তাপের ঝড় তুফানে
শান্তি নাহি আমার প্রাণে ।
আমি যেদিকে চাই দেখি কেবল নিরাশারি অন্ধকার॥
দিন থাকতে আমার মতো
কেউ নাহি সম্ভাষে,
হে প্রভু তোমায়
কেউ নাহি সম্ভাষে
দিন ফুরালে খাটে শুয়ে
এই ঘাটে সবাই আসে।
লয়ে তোমারি নামের কড়ি
সাধু পেল চরণ-তরী
সে কড়ি নাই যে কাঙ্গালের হও হে দীনবন্ধু তার॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না।
১৯৪০
খ্রিষ্টাব্দের জানুয়ারি
মাসে
H.M.V. রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি নজরুল
ইসলামের ৪১ বৎসর বয়সে রচিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: