বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা: ১৩৮৪
চপল আঁখির ভাষায়, হে মীনাক্ষী ক'য়ে যাও।
না-বলা কোন্ বাণী বলিতে চাও॥
আড়ি পাতে নিঝ্ঝুম বন
আঁখি তুলি' চাহিবে কখন,
আঁখির তিরস্কারে ঐ বন-কান্তারে ফুল ফোটাও॥
নিটোল আকাশ টোল খায় তোমারি চাওয়ায়, হে মীনাক্ষী,
নদী-জলে চঞ্চল সফরী লুকায়, হে মীনাক্ষী!
ওই আঁখির করুণা,
ঢালো রাগ অরুণা,
আঁখিতে আঁখিতে ফুল-রাখি বেঁধে দাও॥
স্বরলিপিকার:
জগৎ ঘটক। [নবরাগ (নজরুল ইনস্টিটিউট। সেপ্টেম্বর ২০০৫ খ্রিষ্টাব্দ)]
জগৎ ঘটক। [নবরাগ (হরফ প্রকাশনী। কবির ৭৩তম জন্মদিন, ১৩৭৯ বঙ্গাব্দ)]
কাজী অনিরুদ্ধ। [সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, চতুর্থ খণ্ড (সাহিত্যম্, আশ্বিন ১৩৮৫। সেপ্টেম্বর ১৯৭৮)]