বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
১৪.

শিরোনাম:
তব গানের ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি

পাঠ ও পাঠভেদ:

                             ১৪.
                   তাল: কাহার্‌বা

        তব গানের ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি
        এত দিনে পেয়েছি তারে আমি যারে খুঁজেছি

        ছিল পাষাণ হয়ে গভীর অভিমান
        সহসা, এলো সহসা আনন্দ-অশ্রুর বান।
        বিরহ-সুন্দর হয়ে সেই এলো
        দেবতা বলে যাঁরে পুজেছি
                                বুঝেছি বুঝেছি বুঝেছি

        তোমার দেওয়া বিদায়ের মালা পুন প্রাণ পেল প্রিয়
        হ'য়ে শুভদৃষ্টি মিলন-মালিকা বুকে ফিরে এলো
এলো প্রিয়।
                যাহারে নিষ্ঠুর বলেছি
                নিশীথে গোপনে কেঁদেছি
        নয়নের বারি হাসি দিয়ে মুছেছি
                                বুঝেছি বুঝেছি বুঝেছি

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান: