১৫৫৭
পায়েলা বোলে রিনিঝিনি।
ভাব-বিলাসে
নাচে উড়ায়ে নীলাম্বরী অঞ্চল,
কভু মৃদুমন্দ |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট,মাঘ,১৪১৭ / ফেব্রুয়ারি,২০১৪) নামক গ্রন্থের
১৫৫৭ সংখ্যক গান। পৃষ্ঠা:৪৬৭।২. রেকর্ড সূত্র: রেকর্ড তথ্য নাই।
৩. রচনাকাল:
১৯৪০ খ্রিষ্টাব্দের মে মাসে বেতারে 'নবরাগমালিকা' অনুষ্ঠানে এই গানটি প্রচারিত সূত্র অনুসারে
তখন কাজী নজরুল
ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ:
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬. স্বরলিপিকার: জগৎ ঘটক।নবরাগ,নজরুল-সংগীত স্বরলিপি
(নজরুল ইন্সটিটিউট,সেপ্টেম্বর,২০০৫)
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
গ্রহস্বর : পা।
পর্যায় :
তাল : ত্রিতাল
রাগ: রূপমঞ্জরী।