১৫৫৭
                রাগ: রূপমঞ্জরি।
                   তাল: ত্রিতাল।      

পায়েলা বোলে রিনিঝিনি।
নাচে রূপ-মঞ্জরি শ্রীরাধার সঙ্গিনী

           ভাব-বিলাসে
             চাঁদের পাশে,
ছড়ায়ে তারার ফুল নাচে যেন নিশীথিনী

নাচে উড়ায়ে নীলাম্বরী অঞ্চল,
মৃদু মৃদু হাসে আনন্দ রাসে শ্যামল চঞ্চল।

কভু মৃদুমন্দ
কভু ঝরে দ্রুত তালে সুমধুর ছন্দ,
বিরহের বেদনা মিলন-আনন্দ-
ফোটায় তনুর ভঙ্গিমাতে ছন্দ-বিলাসিনী      

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট,মাঘ,১৪১৭ /  ফেব্রুয়ারি,২০১৪) নামক গ্রন্থের ১৫৫৭ সংখ্যক গান। পৃষ্ঠা:৪৬৭।
                            নবরাগ,নজরুল-সংগীত স্বরলিপি (নজরুল ইন্সটিটিউট,সেপ্টেম্বর,২০০৫)নামক গ্রন্থের  ৬ সংখ্যক গান । পৃষ্ঠা: ১৩-১৪।
                          
নবরাগমালিকা, প্রচার- ১১.০৫.১৯৪০ শিল্পী: শৈল দেবী।
(কবি-সৃষ্ট রাগের অনুষ্ঠান)
 
                        নজরুলগীতি-অখণ্ড,হরফ।
                       নজরুল রচনাবলী,তৃতীয় খণ্ড,ঢাকা।
 
                    নবরাগ,হরফ।
      

২. রেকর্ড সূত্র: রেকর্ড তথ্য নাই।
                       
৩. রচনাকাল: ১৯৪০ খ্রিষ্টাব্দের মে মাসে বেতারে 'নবরাগমালিকা' অনুষ্ঠানে এই গানটি প্রচারিত সূত্র অনুসারে তখন কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
                  
                      
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
                                                                      
৬. স্বরলিপিকার: জগৎ ঘটক।নবরাগ,নজরুল-সংগীত স্বরলিপি (নজরুল ইন্সটিটিউট,সেপ্টেম্বর,২০০৫)

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
    গ্রহস্বর :
পা।
    পর্যায় :
     তাল :
ত্রিতাল
     রাগ:
রূপমঞ্জরী।