বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা: ১৫৯০
শিরোনাম: বেণুকা ও-কে বাজায় মহুয়া বনে।
পাঠ ও পাঠভেদ:

বেণুকা ও-কে বাজায় মহুয়া বনে।
কেন ঝড় তোলে তার সুর আমার মনে॥                                  
বলে আয় সে দুরন্তে সখি
আমারে কাঁদাবে সারা জনম ও-কি,
সে কি ভুলিতে তারে দেবে না জীবনে

সখি, ভাল ছিল তার তীর-ধনুক নিঠুর,
বাজে আরো সকরুণ তা'র বেণুকার সুর।
সখি, কেন সে বন-বিলাসী
আমারই ঘরের পাশে বাজায় বাঁশি,
আছে আরো কত দেশ, কত নারী ভুবনে॥
 

এটি একটি রাগ-প্রধান গান। নজরুল-সৃষ্ট বেণুকা  রাগের উপর গানটি সুর করা হয়েছিল। বেতার জগতে রাগ পরিচিতির পরে একটি কবিতা পাওয়া যায়। সম্ভবত নাটকের প্রয়োজনে কবিতাটি যুক্ত করা হয়েছে কথন হিসেবে। এই কবিতাটি হলো-

শুনি সেই গান- যেন বনের মর্মর।
বনের কিশোর আসে বাঁশরী বিসরি।
হেরিয়া কিশোরে চন্দ্রা আনত নয়নে
অনামিকা অঙ্গুলিতে জড়ায় আঁচল।
যত লাজ বাধে, তত সাধে মনে মনে,
হে সুন্দর থাকো হেথা আরো কিছুক্ষণ।
মুঠি মুঠি বনফুল চন্দ্রা পানে হানি
মৃদু হাসি গেয়ে ওঠে বনের কিশোর।

 [তথ্যসূত্র:নজরুল যখন বেতারে। আসাদুল হক (বাংলাদেশ শিল্পকলা একাডেমী। মার্চ ১৯৯৯)। পৃষ্ঠা: ১১৯-১২০।]