বেণুকা ও-কে বাজায় মহুয়া বনে।
কেন ঝড় তোলে তার সুর আমার মনে॥
বলে আয় সে দুরন্তে সখি
আমারে কাঁদাবে সারা জনম ও-কি,
সে কি ভুলিতে তারে দেবে না জীবনে॥
সখি, ভাল ছিল তার তীর-ধনুক নিঠুর,
বাজে আরো সকরুণ তা'র বেণুকার সুর।
সখি, কেন সে বন-বিলাসী
আমারই ঘরের পাশে বাজায় বাঁশি,
আছে আরো কত দেশ, কত নারী ভুবনে॥
এটি একটি রাগ-প্রধান গান। নজরুল-সৃষ্ট বেণুকা রাগের উপর গানটি সুর করা হয়েছিল। বেতার জগতে রাগ পরিচিতির পরে একটি কবিতা পাওয়া যায়। সম্ভবত নাটকের প্রয়োজনে কবিতাটি যুক্ত করা হয়েছে কথন হিসেবে। এই কবিতাটি হলো-
শুনি সেই গান- যেন বনের মর্মর।
বনের কিশোর আসে বাঁশরী বিসরি।
হেরিয়া কিশোরে চন্দ্রা আনত নয়নে
অনামিকা অঙ্গুলিতে জড়ায় আঁচল।
যত লাজ বাধে, তত সাধে মনে মনে,
হে সুন্দর থাকো হেথা আরো কিছুক্ষণ।
মুঠি মুঠি বনফুল চন্দ্রা পানে হানি
মৃদু হাসি গেয়ে ওঠে বনের কিশোর।[তথ্যসূত্র:নজরুল যখন বেতারে। আসাদুল হক (বাংলাদেশ শিল্পকলা একাডেমী। মার্চ ১৯৯৯)। পৃষ্ঠা: ১১৯-১২০।]
একশো গানের নজরুল স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০)। ২৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৩-৬৪।
গ্রন্থ: দোলন চাঁপা (৩য় সংস্করণ)।
নজরুল-গীতি, অখণ্ড। রাগ-প্রধান গান (বেণুকা-ত্রিতাল), (হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪)। ৯১৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৩০।
নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১৫৯০ সংখ্যক গান । পৃষ্ঠা: ৪৭৬।
বেণুকা, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৩। জুন ২০০৬)। ১ম গান। পৃষ্ঠা: ১-২।
বেতার: ১৩ জানুয়ারি, ১৯৪০
খ্রিষ্টাব্দে -'নবরাগ মালিকা' নামক অনুষ্ঠানে গানটি প্রথম সম্প্রচার করা
হয়েছিল। শিল্পী ছিলেন গীতা মিত্র।
সূত্র: বেতার জগৎ, ১৬
জানুয়ারি, ১৯৪০ সংখ্যা।
শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011)। ২৩০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৮১-৫৮২।
সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, (সাহিত্যম, শ্রাবণ ১৩৮৩। আগষ্ট ১৯৭৬)। ৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৫-২৬।
১৯৪০ খ্রিষ্টাব্দে ১৩ জানুয়ারি, -'নবরাগ মালিকা' নামক অনুষ্ঠানে গানটি প্রথম সম্প্রচার করা হয়েছিল। শিল্পী ছিলেন গীতা মিত্র।
১৯৭৬ সালে আগষ্ট মাসে প্রকাশিত সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, দ্বিতীয় খণ্ড (সাহিত্যম)। ৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৫-২৬।
২০০০ সালে জানুয়ারি মাসে প্রকাশিত একশো গানের নজরুল স্বরলিপি, দ্বিতীয় খণ্ড (হরফ প্রকাশনী)। ২৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৩-৬৪।
২০০৪ সালে জানুয়ারি মাসে প্রকাশিত নজরুল-গীতি, অখণ্ড। রাগ-প্রধান গান (বেণুকা-ত্রিতাল), (হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। ৯১৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৩০।
২০০৬ সালে জুন মাসে প্রকাশিত বেণুকা, (নজরুল ইন্সটিটিউট)। ১ম গান। পৃষ্ঠা: ১-২।
২০১১ সালে জুলাই মাসে প্রকাশিত শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী)। ২৩০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৮১-৫৮২।
২০১২ সালে ফেব্রুয়ারি মাসে নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট)। ১৫৯০ সংখ্যক গান । পৃষ্ঠা: ৪৭৬।
স্বরলিপিকার: