বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ১৬.
শিরোনাম:
এসো প্রিয়, মন রাঙায়ে ধীরে ধীরে ঘুম ভাঙায়ে
পাঠ ও
পাঠভেদ:
১৬.
তাল:
কাহার্বা
এসো প্রিয়, মন রাঙায়ে ধীরে ধীরে ঘুম ভাঙায়ে
মন মাধবী বন দুলায়ে, দুলায়ে, দুলায়ে॥
শোন 'পিউ পিউ' ডাকে পাপিয়া
মোরে সেই সুরে ডাক, 'পিয়া, পিয়া'
তব আদর-পরশ বুলায়ে, বুলায়ে, বুলায়ে॥
যদি আন কাজে ভুলে রহি
চলে যেও না হে মোর বিরহী
দিও প্রিয়, কাজ ভুলায়ে, ভুলায়ে, ভুলায়ে॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪২
খ্রিষ্টাব্দের
আগষ্ট
মাসে
H.M.V. রেকর্ড
কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি নজরুল
ইসলামের ৪৩ বৎসর বয়সে রচিত হয়েছিল।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইনস্টিটিউট। ফেব্রুয়ারি ২০১২)। ১৬
সংখ্যক গান।
পৃষ্ঠা: ৬।
-
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
প্রথম খণ্ড (নজরুল
ইনস্টিটিউট। নভেম্বর ১৯৯৫)।
১৬ সংখ্যক গান। পৃষ্ঠা:
৮৫-৮৭। (H.M.V. N
27302)
শিল্পী:
পারুল কর (সেন)। সুর: কমল দাশগুপ্ত।
কাহারবা।
- একশো গানের নজরুল স্বরলিপি,
চতুর্থ খণ্ড (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০০)।
পৃষ্ঠা: ২৪৭-২৪৮।
- সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
তৃতীয় খণ্ড (সাহিত্যম্। বৈশাখ ১৩৮৫)।
৯৯ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২০৯-২১০।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। (হরফ প্রকাশনী।
জানুয়ারি ২০০৪)। কাব্য-গীতি।
গান: ১৫০। পৃষ্ঠা: ৪০।
- বেতার:
- পত্রিকা:
- রেকর্ড
সূত্র:
১৯৪২
খ্রিষ্টাব্দের আগস্ট মাসে
H.M.V. রেকর্ড কোম্পানি গানটি প্রথম
রেকর্ড করে। রেকর্ড নং- N. 27302.। শিল্পী ছিলেন পারুল
সেন (কর)। সুর করেছিলেন কমল দাশগুপ্ত। [শ্রবণ
নমুনা]
[সূত্র: ৬ জুলাই,
১৯৪২ খ্রিষ্টাব্দ তারিখের চুক্তিপত্র
(রেকর্ড কোম্পানীর)]
-
গ.
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী:
- সুরকার : কমল দাশগুপ্ত।
-
স্বরলিপিকার:
-
সুধীন দাশ
[নজরুল-সঙ্গীত স্বরলিপি,
প্রথম খণ্ড, (নজরুল
ইনস্টিটিউট, অগ্রহায়ণ
১৪০২। নভেম্বর, ১৯৯৫) ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা:
৮৫-৮৭।[স্বরলিপি]
- কাজী
অনিরুদ্ধ। [সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, তৃতীয়
খণ্ড (সাহিত্যম্। বৈশাখ ১৩৮৫)]
- অনির্দিষ্ট।
কাজী অনিরুদ্ধ। নিতাই ঘটক। [একশো
গানের নজরুল স্বরলিপি, চতুর্থ খণ্ড (হরফ প্রকাশনী।
জানুয়ারি ২০০০)]
-
রাগ ও তাল:
- পর্যায়: প্রেম।
- সুরাঙ্গ:
- গ্রহস্বর: