বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
১৬.

শিরোনাম:
এসো প্রিয়, মন রাঙায়ে ধীরে ধীরে ঘুম ভাঙায়ে

পাঠ ও পাঠভেদ:

                           ১৬.
                  তাল: কাহার্‌বা
         এসো প্রিয়, মন রাঙায়ে ধীরে ধীরে ঘুম ভাঙায়ে
         মন মাধবী বন দুলায়ে, দুলায়ে, দুলায়ে॥
         শোন 'পিউ পিউ' ডাকে পাপিয়া
         মোরে সেই সুরে ডাক, 'পিয়া, পিয়া'
         তব আদর-পরশ বুলায়ে, বুলায়ে, বুলায়ে॥
        
      যদি আন‌ কাজে ভুলে রহি
        
       চলে যেও না হে মোর বিরহী
         দিও প্রিয়, কাজ ভুলায়ে, ভুলায়ে, ভুলায়ে॥

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান: