১৬৪.
গীতিচিত্র: অতনুর দেশ। তাল: দাদ্‌রা

        কথা কও, কও কথা, থাকিও না চুপ ক'রে।
        মৌন গগনে হের কথার বৃষ্টি ঝরে
        ধীর সমীরণ নাহি যদি কহে কথা
        ফোটে না কুসুম, নাহি দোলে বনলতা।
        কমল মেলে না দল, যদি ভ্রমর না গুঞ্জরে
        শোন কপোতীর কাছে কপোত কি কথা কহে
        পাহাড়ের ধ্যান ভাঙি' মুখর ঝর্না বহে।
        আমার কথার লঘু মেঘগুলি হায়!
        জ'মে হিম্ হয়ে যায় তোমার নীরবতায়;
এসো আরো কাছে এসো কথার নূপুর প'রে

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৪১ খ্রিষ্টাব্দের মার্চ মাসে এইচ.এম.ভি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল N-27097। শিল্পী: সন্তোষ সেনগুপ্ত।

৩. রচনাকাল: ১৯৪০ খ্রিষ্টাব্দের ৮ই জুন, ঢাকা বেতার কেন্দ্র থেকে 'অতনুর দেশ' গীতিচিত্র নামে প্রকাশকালের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
                  
                      
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।

. স্বরলিপিকার:
সুধীন দাশ নজরুল-সঙ্গীত স্বরলিপি পঞ্চম খণ্ড, [নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩, ফেব্রুয়ারি ১৯৯৭]

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, [হরফ প্রকাশনী, ৭ আশ্বিন ১৪০৬] এবং নজরুল-সঙ্গীত স্বরলিপি আটাশতম খণ্ড, [নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৩, জুলাই ২০০৬]--এ গৃহীত স্বরলিপিতে রাগের নাম নেই।
তাল: কাহারবা।
পর্যায়:
প্রেম (সাধারণ)
গ্রহস্বর: পমা।