১৬৪. |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র: ১৯৪১ খ্রিষ্টাব্দের মার্চ মাসে এইচ.এম.ভি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল
N-27097। শিল্পী: সন্তোষ সেনগুপ্ত।৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি,
[হরফ প্রকাশনী, ৭ আশ্বিন ১৪০৬] এবং
নজরুল-সঙ্গীত স্বরলিপি
আটাশতম খণ্ড, [নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৩, জুলাই ২০০৬]--এ গৃহীত স্বরলিপিতে রাগের নাম নেই।
তাল: কাহারবা।
পর্যায়:
প্রেম (সাধারণ)
গ্রহস্বর: পমা।