শ্রবণ নমুনা
সুস্মিতা দেবনাথ শুচি [শ্রবণ নমুনা]

                              ১৭৯৬
         রাগ: অরুণ রঞ্জনী (নজরুল সৃষ্ট)। তাল: ত্রিতাল।       

             হাসে আকাশে শুকতারা হাসে।
             অরুণ-রঞ্জনী-উষার পাশে

                 ওকি উষসীর সাথি
                  বাসর ঘরে জাগে রাতি,
(ওকি)     সখির মনের কথা জানে আভাসে

           হাসির ছটায় ওর আঁখি কেন নাচে,
            রবির রথের ধ্বনি ওকি শুনিয়াছে।

           ও কেন দিবা আসিবার আগে
            শ্রান্ত বধূর ঘুম ভাঙে,
(ওকি)    ধরার সূর্যমুখী ফুটেছে বভে-
                  প্রিয়তমে প্রথম দেখার আশে       

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪) নামক গ্রন্থের ১৭৯৬ সংখ্যক গান। পৃষ্ঠা:৫৩৩।
নবরাগ (নজরুল ইন্সটিটিউট, সেপ্টেম্বর, ২০০৫) নামক গ্রন্থের ৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯-১০।
নবরাগমালিকা, প্রচার- ১১.০৫.১৯৪০ শিল্পী:গীতা মিত্র।
নজরুলগীতি-অখণ্ড,হরফ।
নজরুল রচনাবলী,তৃতীয় খণ্ড,ঢাকা।

২. রেকর্ড সূত্র: রেকর্ড তথ্য নাই।
                       
৩. রচনাকাল: ১৯৪০ খ্রিষ্টাব্দের মে মাসে বেতারে 'নবরাগমালিকা' অনুষ্ঠান প্রচারিত সূত্র অনুসারে তখন কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
                  
                      
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
                                                                      
৬. স্বরলিপিকার: জগৎ ঘটক।নবরাগ,নজরুল-সংগীত স্বরলিপি (নজরুল ইন্সটিটিউট,সেপ্টেম্বর,২০০৫)

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ: 
অরুণ-রঞ্জনী
তাল:
ত্রিতাল
গ্রহস্বর :
সা।