১৭৯৬
হাসে আকাশে শুকতারা হাসে।
ওকি উষসীর সাথি
হাসির ছটায় ওর আঁখি কেন নাচে,
ও কেন দিবা আসিবার আগে |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪) নামক গ্রন্থের
২. রেকর্ড সূত্র: রেকর্ড তথ্য নাই।
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ: অরুণ-রঞ্জনী।
তাল: ত্রিতাল
গ্রহস্বর : সা।