বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা: ১৮৪
শিরোনাম:
শুভ্র সমুজ্জ্বল, হে চির-নির্মল শান্ত অচঞ্চল ধ্রুব-জ্যোতি
পাঠ ও পাঠভেদ:
রাগ: লাচ্ছাশাখ, তাল: ত্রিতাল
শুভ্র সমুজ্জ্বল, হে চির-নির্মল শান্ত অচঞ্চল ধ্রুব-জ্যোতি
অশান্ত এ চিত কর হে সমাহিত সদা আনন্দিত রাখ মতি॥
দুঃখ-শোক সহি অসীম সাহসে
অটল রহি যেন সম্মানে যশে
তোমার ধ্যানের আনন্দ-রসে
নিমগ্ন রহি হে বিশ্বপতি॥
মন যেন না টলে খল কোলাহলে, হে রাজ-রাজ!
অন্তরে তুমি নাথ সতত বিরাজ, হে রাজ-রাজ!
বহে তব ত্রিলোক ব্যাপিয়া, হে গুণী,
ওঙ্কার-সঙ্গীত-সুর-সুরধুনী,
হে মহামৌনী, যেন সদা শুনি
সে সুরে তোমার নীরব আরতি॥
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে এইচ.এম.ভি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। প্রকাশকালের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৫ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: