১৮৯
          
তাল: দাদ্‌রা

তোমার আঁখির মত আকাশের দু'টি তারা
চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রহারা
            সে কি তুমি? সে কি তুমি?
ক্ষীণ আঁখি-্বীপ জ্বালি' বাতায়নে জাগি একা,
অসীম অন্ধকারে খুঁজি তব পথ রেখা;
সহসা দখিনা বায়ে চাঁপা-বনে জাগে সাড়া
            সে কি তুমি? সে কি তুমি?
বৈশাখী-ঝড়ের রাতে চমকিয়া উঠি জেগে'
বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে,
ঝড় চ'লে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা
            সে কি তুমি? সে কি তুমি??

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দে HMV রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। শিল্পী ছিলেন মাধবী মুখার্জী। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।

৩. প্রাসঙ্গিক পাঠ:

. সুরকার: নিতাই ঘটক।

. স্বরলিপিকার:

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
তাল: দাদরা।
পর্যায়: প্রেম-বিরহ।
গ্রহস্বর: সা।