১৮৯ তাল: দাদ্রা তোমার আঁখির মত আকাশের দু'টি তারা |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে
জানা যায় না।
১৯৪০ খ্রিষ্টাব্দে HMV
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড
করে। শিল্পী ছিলেন মাধবী মুখার্জী। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।
৩. প্রাসঙ্গিক পাঠ:
সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা, (ফাল্গুন, ১৩৪৭) সংখ্যায় গানটি স্বরলিপিসহ প্রকাশিত হয়েছিল। স্বরলিপি করেছিলেন বিজলী ধর। (পত্রিকার পাদটীকায় মন্তব্য আছে- 'গানটি কুমারী মাধবী মুখার্জী H.M.V. -তে রেকর্ডে গাহিয়াছেন')।
বি.দ্র.: সত্য চৌধুরী নিতাই ঘটকের সুরও কিছু পরিবর্তন করে গেয়েছেন। [সুত্র: নজরুল সঙ্গীত নির্দেশিকা। ব্রহ্মমোহন ঠাকুর। ১২৯৬ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯)। পৃষ্ঠা: ৩৫৩-৩৫৪]।
৪. সুরকার: নিতাই ঘটক।
৫. স্বরলিপিকার:
৬.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
তাল: দাদরা।
পর্যায়: প্রেম-বিরহ।
গ্রহস্বর: সা।