বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ১৯.
শিরোনাম:
কে তোরে কি বলেছে মা
ঘুরে বেড়াস কালি মেখে
পাঠ ও পাঠভেদ:
১৯.
তাল: দাদ্রা
কে তোরে কি বলেছে মা ঘুরে বেড়াস কালি মেখে
ওমা বরাভয়া ভয়ঙ্করী সাজ পেলি তুই কোথা থেকে॥
তোর এলোকেশে প্রলয় দোলে
আমি চিন্তে নারি গৌরী বলে।
ওমা চাঁদ লুকাল মেঘের কোলে তোর মুখে না হাসি দেখে॥
ওমা শংকর কি গঙ্গা নিয়ে, কাঁদায় তোরে দুঃখ দিয়ে
ওমা শিবানী তোর চরণতলে এনেছি তাই শিবকে ডেকে॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না।
১৯৪১
খ্রিষ্টাব্দের
জানুয়ারি
মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি নজরুল
ইসলামের ৪২ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: