বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ২২.
শিরোনাম:
আমি
যার নূপুরের ছন্দ বেণুকার সুর
পাঠ ও পাঠভেদ:
২২.
তাল: কাহার্বা
আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর ─
কে সেই সুন্দর কে!
আমি যার বিলাস-যমুনা বিরহ-বিধুর
কে সেই সুন্দর কে॥
যাহার গানের আমি বনমালা
আমি যার কথার কুসুম-ডালা,
না-দেখা সুদূর ─
কে সেই সুন্দর কে॥
যার শিখী-পাখা লেখনী হয়ে
গোপনে মোরে কবিতা লেখায়
সে রহে কোথায় হায় !
আমি যার বরষার আনন্দ-কেকা,
নৃত্যের সঙ্গিনী দামিনী-রেখা,
যে মম অঙ্গে কাঁকন-কেয়ূর
কে সেই সুন্দর কে॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪২
খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর
মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৪৩
বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
অগ্রন্থিত গান
[নজরুল-রচনাবলী─দশম
খণ্ড (বাংলা একাডেমী। মে ২০০৯]।
১০৩
সংখ্যক গান। পৃষ্ঠা: ২৪৯-২৫০।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: