বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ২৩.
শিরোনাম:
কত
নিদ্রা যাও রে কন জাগো একটুখানি
পাঠ ও পাঠভেদ:
২৩.
তাল: কাহার্বা
কত নিদ্রা যাও রে কন্যা জাগো একটুখানি
যাবার বেলায় শুনিয়া যাই তোমার মুখের বাণী॥
নিশীথিনীর ঘুম ভেঙ্গে যায় চন্দ্র যখন হেসে তাকায় গো
চাতকিনী ঘুমায় কি গো দেখলে মেঘের পানি॥
ফুলের কুঁড়ি চোখ মেলে চায় যেই না ভ্রমর বোলে (রে কন্যা)
বসন্ত আসিলে রে কন্যা বনের লতা দোলে (রে কন্যা)।
যারা আছে প্রাণে প্রাণে জাগে তারা ঘুম না জানে
আমি যখন রইব না গো (তখন) জাগবে তুমি জানি॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪০
খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি
মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৪১
বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: