বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ২৫.
শিরোনাম:
পিউ
পিউ বোলে পাপিয়া
পাঠ ও পাঠভেদ:
২৫.
রাগ: বাহার, তাল: ত্রিতাল
পিউ পিউ বোলে পাপিয়া,
ফাল্গুন উন্মন বন ব্যাপিয়া॥
বিরহিনী মন বিহগী—
ওরি সাথে কাঁদে, একা
ঘরে নিশি জাগিয়া॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪১
খ্রিষ্টাব্দের অক্টোবর
মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৪২ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
অগ্রন্থিত গান [নজরুল-রচনাবলী─একাদশ
খণ্ড (বাংলা একাডেমী।
২৫ মে, ২০১০)]। ২৯১
সংখ্যক গান। পৃষ্ঠা: ১৫৩।
বেতার:
পত্রিকা:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: