বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
.

শিরোনাম:
কেন মনোবনে মালতী-বল্লরি দোলে জানি না।

পাঠ ও পাঠভেদ:

                   ৪.
            তাল : কাহারবা
কেন মনোবনে মালতী-বল্লরি দোলে
জানি না।
কেন মুকুলিকা ফুটে ওঠে পল্লব-তলে, জানি না॥
কেন উর্মিলা-ঝরণার পাশে
সে আপন মঞ্জরী-ছায়া দেখে' হাসে;
কেন পাপিয়া কুহু মুহু মুহু বোলে, জানি না॥
চৈতালি-চাঁপা কয়, মালতী শোন্
শুনেছিস্ বুঝি মধুকর গুঞ্জন,
তাই বুঝি এত মধু সুরভি উথলে

মধু-মালতী বলে, জানি না, জানি না॥

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান