বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৪.
শিরোনাম: কেন মনোবনে মালতী-বল্লরি দোলে
─
জানি না।
পাঠ ও পাঠভেদ:
৪.
তাল : কাহারবা
কেন মনোবনে মালতী-বল্লরি দোলে ─ জানি না।
কেন মুকুলিকা ফুটে ওঠে পল্লব-তলে, জানি না॥
কেন উর্মিলা-ঝরণার পাশে
সে আপন মঞ্জরী-ছায়া দেখে' হাসে;
কেন পাপিয়া কুহু মুহু মুহু বোলে, জানি না॥
চৈতালি-চাঁপা কয়, মালতী শোন্
শুনেছিস্ বুঝি মধুকর গুঞ্জন,
তাই বুঝি এত মধু সুরভি উথলে ─
মধু-মালতী বলে, জানি না, জানি না॥
১. কেন পাপিয়া কুহু মুহু মুহু বোলে : [আদি গ্রামোফোন রেকর্ড, H.M.V.N 27311 ]
কেন পাপিয়া কুহু কুহু মুহু বোলে : [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, হরফ প্রকাশনী,
অখণ্ড নজরুল-গীতি, হরফ প্রকাশনী ]২. চৈতালী চাঁপা কয়, মালতী শোন্ : [আদি গ্রামোফোন রেকর্ড, H.M.V.N 27311 ]
চৈতালী চাঁপা কয়, মালতী বোন : [গীতি-সংকলন, রফিকুল ইসলাম সম্পাদিত;
নজরুল-রচনাবলী, পঞ্চম খণ্ড, প্রথমার্ধ, আবদুল কাদির সম্পাদিত]৩. মধু মালতী বলে, জানি না, জানি না : [আদি গ্রামোফোন রেকর্ড, H.M.V.N 27311 ]
মধু মালতী বনে : [নজরুল-গীতি-অখণ্ড, হরফ, আব্দুল আজীজ আল-আমান, সম্পাদিত]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪২ খ্রিষ্টাব্দের
সেপ্টেম্বর
মাসে
এইচ.এম.ভি.
রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে।
সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি নজরুল ইসলামের ৪৩ বৎসর বয়সে রচিত হয়েছিল।
রাগ ও তাল: