মিস্‌ অণিমা (বাদল)। [শ্রবণ নমুনা]

                                ৪২১   
               রাগ:সিন্ধু-কাফি। তাল:দাদ্‌রা।
এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি-বিছানো পথে।
এসো ধুইয়া চরণ শিশিরে এসো অরুণ-কিরণ-রথে

দলি,শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল
নীল লাবনি ঝরায়ে ঢলঢল এসো অরণ্য পর্বতে

এসো ভাদরের ভরা নদীতে ভাসায়ে কেতকী পাতার তরণী
এসো বলাকার রঙ পালক কুড়ায়ে বাহি' ছায়াপথ-সরণি।
শ্যাম শস্যে কুসুমে হাসিয়া এসো হিমেল হাওয়ায় ভাসিয়া
এসো ধরণীরে ভলোবাসিয়া দূর নন্দন-তীর হতে
                      

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৩৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসে এইচ.এম.ভি.থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর N-7203 শিল্পী: মিস্‌ অণিমা (বাদল)। [শ্রবণ নমুনা]
                       
৩. রচনাকাল: ১৯৩৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসে এইচ.এম.ভি. থেকে এই গানটি প্রকাশকালে কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৩৫ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 

৫. সুরকার: অজ্ঞাত
                                                                      
৬. স্বরলিপিকার:

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ: সিন্ধু-কাফি। তাল: দাদরা[নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭ বঙ্গাব্দ। ফেব্রুয়ারি ২০১৪ খ্রিষ্টাব্দ)]
কোনো স্বরলিপির সাথে রাগ ও তালের উল্লেখ নেই। গানটির স্বরলিপি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
গ্রহস্বর: 
      সা। [নজরুল-সংগীত স্বরলিপি, ষোড়শ খণ্ড নজরুল স্বরলিপি ১৩ খণ্ড। ]  
    
গা। [একশো গানের নজরুল স্বরলিপি
, চতুর্থ খণ্ড সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, তৃতীয় খণ্ড। ]