৪২১ |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র: ১৯৩৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসে এইচ.এম.ভি.থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর
N-7203 শিল্পী: মিস্ অণিমা (বাদল)। [শ্রবণ নমুনা]পাঠভেদ আছে।
১. এসো বলাকার রঙ পালক কুড়ায়ে
বাহি ছায়াপথ-শরণি [রেকর্ড
N-7203]
১. এস বলাকার ঝরা পালক কুড়ায়ে
বাহি ছায়াপথ সরণী [নজরুল-গীতি অখণ্ড]
১. এস বলাকার ঝরা পালক কুড়ায়ে
বাহি' ছায়াপথ শরণি [গীতি-সংকলন দ্বিতীয় খণ্ড, বাংলা একাডেমী।
একশো গানের
নজরুল স্বরলিপি
,
চতুর্থ খণ্ড
সুনির্বাচিত নজরুল
গীতির স্বরলিপি, তৃতীয় খণ্ড।]
কাজী অনিরুদ্ধকৃত স্বরলিপির সাথে রশিদুন্ নবী-কৃত স্বরলিপির পার্থক্য আছে।
৫. সুরকার: অজ্ঞাত
৬. স্বরলিপিকার:
রশিদুন্ নবী। [নজরুল-সংগীত স্বরলিপি, ষোড়শ খণ্ড (নজরুল ইন্সটিটিউট)
কাজী অনিরুদ্ধ। [একশো গানের নজরুল স্বরলিপি , চতুর্থ খণ্ড। ও সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, তৃতীয় খণ্ড]
অজ্ঞাত [নজরুল স্বরলিপি ১৩ খণ্ড। সংকলন ও সম্পাদনা শ্যামাপ্রসাদ]
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ: সিন্ধু-কাফি। তাল: দাদরা। [নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭
বঙ্গাব্দ। ফেব্রুয়ারি ২০১৪ খ্রিষ্টাব্দ)]
কোনো স্বরলিপির সাথে রাগ ও তালের উল্লেখ নেই। গানটির স্বরলিপি ৩।৩ মাত্রা ছন্দে
দাদরা তালে নিবদ্ধ।
গ্রহস্বর:
সা। [নজরুল-সংগীত স্বরলিপি, ষোড়শ
খণ্ড ও
নজরুল স্বরলিপি
১৩ খণ্ড। ]
গা। [একশো গানের
নজরুল স্বরলিপি
,
চতুর্থ খণ্ড ও
সুনির্বাচিত নজরুল
গীতির স্বরলিপি, তৃতীয় খণ্ড।
]