বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৬.
শিরোনাম:
(সখি) ব’লো বঁধুয়ারে নিরজনে
পাঠ ও পাঠভেদ:
৬.
রাগ : খাম্বাজ, তাল : দাদরা
(সখি) ব’লো বঁধুয়ারে নিরজনে
দেখা হ’লে রাতে ফুল-বনে॥
কে করে ফুল চুরি জেনেছে ফুলমালী
কে দেয় গহীন রাতে ফুলের কুলে কালি
জেনেছে ফুলমালী গোপনে॥
ও-পথে চোর-কাঁটা, সখি, তায় বলে দিও
বেঁধে না বেঁধে না লো যেন তার উত্তরীয়।
এ বনফুল লাগি' না আসে কাঁটা’ দলি’
আপনি যাব চলি’ বঁধুয়ার কুঞ্জ-গলি
বিনা মূলে বিকাইব ও-চরণে॥
১. (সখি) ব’লো বঁধুয়ারে নিরজনে
দেখা হ’লে রাতে ফুলবনে ॥
[নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট) ফেব্রুয়ারি ২০১২)]।সখি বলো বঁধুয়ারে নিরজনে
দেখা হ’লে রাতে ফুল-বনে ॥
[সুর-মুকুর। ৬ষ্ঠ গান। পৃষ্ঠা-১৮-২৪। (নজরুল ইন্সটিটিউট। আগস্ট ২০০৩)]।
সখি, বলো বঁধুয়ারে নিরজনে
দেখা হলে রাতে ফুলবনে ॥
[বুলবুল (প্রথম খণ্ড)। ১৯ সংখ্যক গান। বিহারি খাম্বাজ, মিশ্র-দাদরা । (নজরুল-রচনাবলী - দ্বিতীয় খণ্ড। বাংলা একাডেমী। ফেব্রুয়ারি ২০০৭)]।২. কে করে ফুল চুরি জেনেছে ফুলমালী
কে দেয় গহীন রাতে ফুলের কুলে কালি
জেনেছে ফুলমালী গোপনে॥
[নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট। ফেব্রুয়ারি ২০১২)]।কে করে ফুল চুরি জেনেছে ফুলমালি
কে দেয় গহীন রাতে ফুলের কুলে কালি
জেনেছে ফুলমালি গোপনে॥
[বুলবুল (প্রথম খণ্ড)। ১৯ সংখ্যক গান। (নজরুল-রচনাবলী - দ্বিতীয় খণ্ড। বাংলা একাডেমী। ফেব্রুয়ারি ২০০৭)]।
৩. কাঁটার আড়ালে গোলাবের বাগে
ফুটায়েছে কুসুম কপট সোহাগে,
সে কুসুম-ঘেরা মেহেদির বেড়া,
প্রহরী ভোমোরা সে কাননে॥
[নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১২)]।
নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট। ফেব্রুয়ারি ২০১১)। ষষ্ঠ গান। পৃষ্ঠা: ২-এ এই অংশ নেই।
নজরুল-সঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, (নজরুল ইনস্টিটিউট। নভেম্বর, ১৯৯৫)। ষষ্ঠ গান। পৃষ্ঠা: ৪৪-৪৮। -এ এই অংশ নেই।
বুলবুল (প্রথম খণ্ড), ১৯ সংখ্যক গান। বিহারি খাম্বাজ, মিশ্র-দাদরা। (বাংলা একাডেমী। ফেব্রুয়ারি ২০০৭)-তে এই অংশ আছে।
সুর-মুকুর। ৬ষ্ঠ গান। পৃষ্ঠা: ১৮-২৪। (নজরুল ইন্সটিটিউট। আগস্ট ২০০৩)। [নলিনীকান্ত সরকার-কৃত স্বরলিপি-সহ] -তে এই অংশ আছে।
৪. ও-পথে চোর-কাঁটা, সখি, তায় বলে দিও
বেঁধে না বেঁধে না লো যেন তার উত্তরীয় ।
এ বনফুল লাগি না আসে কাঁটা’ দলি’
আপনি যাব চলি’ বঁধুয়ার কুঞ্জ-গলি
বিনা মূলে বিকাইব ও-চরণে॥
নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট। ফেব্রুয়ারি ২০১২)। ষষ্ঠ গান। পৃষ্ঠা: ২-এ এই অংশ নেই।ও পথে চোরকাঁটা সখি তাই বোলে দিয়ো
বেঁধে না বেঁধে না লো যেন তার উত্তরীয়,
এ বন-ফুল লাগি না আসে কাঁটা দলি,
আপনি যাব আমি বঁধুয়ার কুঞ্জ গলি,
বিকাব বিনিমূলে ও চরণে॥
সুর-মুকুর। ৬ষ্ঠ গান। পৃষ্ঠা: ১৮-২৪ (নজরুল ইন্সটিটিউট। আগস্ট ২০০৩)।উল্লিখিত পাঠভেদ ছাড়া অন্যান্য যে পাঠভেদ লক্ষ্য করা যায়, তা হলো-
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯২৮
খ্রিষ্টাব্দের
আগষ্ট
মাসে
এইচ.এম.ভি.
রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে,
গানটি নজরুল ইসলামের ২৯ বৎসর বয়সে রচিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুরকার :
কাজী
নজরুল ইসলাম।
রাগ ও তাল: