স্বরবিতান-৪০
 

এই গ্রন্থের গানগুলির তালিকা নিচে তুলে ধরা হলো।
এই গ্রন্থের বৈশাখ ১৪১৩ মুদ্রণের ৭৯ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো। স্বরবিতান চত্বারিংশ খণ্ড প্রকাশিত হয় ফাল্গুন ১৩৬১ সালে। এই খণ্ডের সম্পাদনা করেন অনাদিকুমার দস্তিদার। এই গ্রন্থে ‘গীতিমাল্য’ কাব্যের অন্তর্গত পঁচিশটি গানের স্বরলিপি সংকলিত। ইহার মধ্যে দিনেন্দ্রনাথ ঠাকুর –কৃত ১, ৩, ৪, ৬-১১, ১৪, ১৭, ১৮, ১৯ (দ্বিতীয় স্বরলিপি), ২০, ২২, ২৪ ও ২৫ -সংখ্যক গানের স্বরলিপি ‘গীতলেখা’র দ্বিতীয় ভাগে মুদ্রিত হইয়াছিল। ইন্দিরাদেবী চৌধুরানী –কৃত ১২, ১৬, ২১ ও ২৩ –সংখ্যক গানের স্বরলিপি আনন্দসঙ্গীত পত্রিকার যথাক্রমে ১৩২১ আশ্বিন-অগ্রহায়ণ, ১৩২০ চৈত্র, ১৩২৩ অগ্রহায়ণ ও ১৩২৩ জ্যৈষ্ঠ সংখ্যাগুলি হইতে সংকলিত। দিনেন্দ্রনাথ ঠাকুর –কৃত ২ ও ১৫ -সংখ্যক গানের স্বরলিপি যথাক্রমে অগ্রহায়ণ ১৩২৫ ও শ্রাবণ ১৩২৫ আনন্দসঙ্গীত পত্রিকা হইতে সংকলন করা হইয়াছে। সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় –কৃত ১৯-সংখ্যক গানের প্রথম স্বরলিপি ‘গীতলিপি’র ষষ্ঠ ভাগ হইতে গৃহীত।১৩-সংখ্যক গানের স্বরলিপি আদিকুমার দস্তিদার –কৃত ও পাণ্ডুলিপি হইতে সংকলিত। ৫-সংখ্যক গানের স্বরলিপি আনন্দসঙ্গীত পত্রিকার ১৩২৩ মাঘ-চৈত্র সংখ্যা হইতে গৃহীত।–স্বরলিপিকারের নামের উল্লেখ পাওয়া যায় না।

এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানের সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ এবং রচনাকাল-প্রকাশকাল সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্য গ্রন্থশেষে সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।

ফাল্গুন ১৩৮৩


অসীম ধন তো আছে তোমার[পূজা-৭৯] [তথ্য] [নমুনা]
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে [পূজা-১৪৬] [তথ্য] [নমুনা]
আমার মুখের কথা তোমার [পূজা-১০৮] [তথ্য] [নমুনা]
আমার যে সব দিতে হবে [পূজা-৪৮২] [তথ্য] [নমুনা]
আমার সকল কাঁটা ধন্য করে [পূজা-২৯৩] [তথ্য] [নমুনা]
আমারে দিই তোমার হাতে [পূজা-৫২৪] [তথ্য] [নমুনা
আরো চাই যে, আরো চাইগো [পূজা-৩৮৪] [তথ্য] [নমুনা]
এই লভিনু সঙ্গ তব [পূজা-৫১৬] [তথ্য] [নমুনা]
এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিল [পূজা-৭৪] [তথ্য] [নমুনা]
কে গো অন্তরতর সে [পূজা-৫২৫] [তথ্য] [নমুনা]
চরণ ধরিতে দিয়ো গো আমার [পূজা-১০৪] [তথ্য] [নমুনা]
তুই কেবল থাকিস সরে সরে [পূজা-২৬০] [তথ্য] [নমুনা]
তুমি যে এসেছ মোর ভবনে [পূজা-৭৬] [তথ্য] [নমুনা]
তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে [পূজা-৬] [তথ্য] [নমুনা]
তোমার আনন্দ ওই এল দ্বারে [পূজা-৩১৩] [তথ্য] [নমুনা]
তোমারি নাম বলব নানা ছলে [পূজা-১০৫] [তথ্য] [নমুনা]
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে [পূজা-১৯] [তথ্য] [নমুনা]
নয় এ মধুর খেলা [পূজা-২৩৫] [তথ্য] [নমুনা]
পেয়েছি ছুটি, বিদায় দেহো ভাই [পূজা-৫৯৮] [তথ্য] [নমুনা]
প্রভু, তোমার বীণা যেমনি বাজে। [পূজা-৩৫] [তথ্য] [নমুনা]
মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ [পূজা-৫১৯] [তথ্য] [নমুনা]
যদি প্রেম দিলে না প্রাণে [পূজা-৫২১] [তথ্য] [নমুনা] [সুরান্তর]
সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে [পূজা-১৪৩] [তথ্য] [নমুনা]
সন্ধ্যা হল গো- ও মা, সন্ধ্যা হল [পূজা-১৬০] [তথ্য] [নমুনা]
হাওয়া লাগে গানের পালে [পূজা-৫৬০] [তথ্য] [নমুনা]