বখতিয়ার খলজির স্বর্ণমুদ্রা
বখতিয়ার খলজি প্রবর্তিত স্বর্ণ মুদ্রা।

প্রাপ্তিস্থান :
ব্রিটিশ মিউজিয়াম। গ্রেট ব্রিটেন।
মাধ্যম: ধাতব, স্বর্ণ।
ওজন: ২.২৭ গ্রাম।

ব্রিটিশ মিউজিয়ামের মুদ্রা গবেষক এন এম লওয়ার্ক মুদ্রাটি প্রথম প্রকাশ করে। কিন্তু তিনি স্পষ্ট করে কিছু ব্যাখ্যা করতে সক্ষম হন নি। পরবর্তীকালে প্রখ্যাত মুদ্রা বিশেজ্ঞ ড. পি এল গুপ্ত ১৯৭৫-৭৬ খ্রিষ্টাব্দে সে মুদ্রাটি সম্পর্কে
Journal of the Varenda Research Museum vol. 4. pp.29-34 বিস্তারিত ব্যাখ্যা করেন।  তিনি মুদ্রার উভয় পিঠ সম্পর্কে যে ব্যাখ্যা দেন তা হল-