বখতিয়ার খলজির স্বর্ণমুদ্রা
বখতিয়ার খলজি প্রবর্তিত
স্বর্ণ মুদ্রা।
প্রাপ্তিস্থান : ব্রিটিশ মিউজিয়াম।
গ্রেট ব্রিটেন।
মাধ্যম: ধাতব, স্বর্ণ।
ওজন: ২.২৭ গ্রাম।
ব্রিটিশ
মিউজিয়ামের মুদ্রা গবেষক এন এম লওয়ার্ক মুদ্রাটি প্রথম প্রকাশ করে। কিন্তু
তিনি স্পষ্ট করে কিছু ব্যাখ্যা করতে সক্ষম হন নি। পরবর্তীকালে প্রখ্যাত মুদ্রা
বিশেজ্ঞ ড. পি এল গুপ্ত ১৯৭৫-৭৬ খ্রিষ্টাব্দে সে
মুদ্রাটি সম্পর্কে Journal of the Varenda Research Museum vol. 4. pp.29-34
বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি মুদ্রার উভয় পিঠ সম্পর্কে যে ব্যাখ্যা দেন তা
হল-
প্রথম পিঠ: একটি বৃত্তের ভিতর বল্লম হাতে একজন অশ্বারোহী এবং বৃত্তের বাইরে চারদিকে প্রথমে আরবী অক্ষরে ‘১৯শে রমজান ৬০১ হিজরী’ এবং পরে নাগরী অক্ষরে ‘গৌড় বিজয়ে’ লিখা।
দ্বিতীয় পিঠে: আরবী অক্ষরে ‘সুলতান উল-মুয়াজ্জম মুঈজ উদ্-দ্বীন মোহাম্মদ বিন
সাম’ লিখা।
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার
খলজি বাংলার
সেনবংশের রাজা
লক্ষ্মণসেন (১১৭৯-১২০৬ খ্রিষ্টাব্দ)-এর
নদীয় আক্রমণ করে দখল করে নেন। এরই স্মরণে তিনি এই মুদ্রা প্রকাশ করেছিলেন।
বখতিয়ার খলজি গৌড় বিজয়ের পরে তার প্রভুর
(ঘোরি) নামে
গৌড় বা লৌখনতি হতে জারি করেন। উল্লেখ্য মুঈজ উদ্দীন মোহাম্মদ বিন সাম কখনও গৌড়ে
আসেন নি। গ্রেগোরিয়ান
পঞ্জিকা
মতে '১৯শে রমজান
৬০১ হিজরী'
এই বিজয়ের সময়টা দাঁড়ায় ১০ই মে, ১২০৫ খ্রিষ্টাব্দ।