আবাজি
জর্জিয়ান
আবাজি>ইংরেজি
abazi>বাংলা আবাজি।
বিশেষ্য
{জর্জিয়ার
মুদ্রাসংক্রান্ত একক,
মুদ্রাসংক্রান্ত একক,
পরিমাপ একক,
সুনির্দিষ্ট পরিমাণ,
পরিমাণ,
বিমূর্তন,
বিমূর্ত-সত্তা,
সত্তা}
জর্জিয়ার প্রাচীন মুদ্রার নাম। রুশ সম্রাট জর্জিয়া দখল করে নিলে, ধীরে ধীরে এ মুদ্রার স্থান রুবল দখল করে নেয়। ১৮৩৩ খ্রিস্টাব্দে এই মুদ্রা বাতিল হয়ে যায়। ১৮০৪ এবং ১৮৩৩ সালের ভিতরে এর বিভিন্নমানের ধাতব মুদ্রা প্রচলিত ছিল। ১৮৩৩ সালে এর মান ছিল ১ রুবল=৫ আবাজি। উল্লেখ্য বর্তমানে জর্জিয়ার মুদ্রার নাম-লারি (lari)।