নাইজেরিয়া পতাকা

নাইজেরিয়া

ইংরেজি  Nigeria
রাষ্ট্রীয় নাম: Federal Republic of Nigeria

আফ্রিকা কটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানীর  নাম আবুজা।

ভৌগোলিক অবস্থান:
° উত্তর °২৯ পূর্ব।  এর উত্তর ও উত্তর পশ্চিম জুড়ে নাইজার; পূর্বে চাদ ও ক্যামেরুন; দক্ষিণে গিনি উপসাগর এবং পশ্চিমে বেনিনি অবস্থিত।


আয়তন: ৯,২৩,৭৬৮ বর্গকিলোমিটার (৩,৫৬,৬৬৯ বর্গমাইল)।
 
জনসংখ্যা: ২০১৬ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব ১৮,৫৯,৮৯,৬৪০।

ভাষা: প্রশাসনিক ভাষা ইংরেজি। প্রধান ভাষাগুলো হলো- হাউসা, ইগবো এবং ইউরুবা।
ধর্ম: ইসলাম ও খ্রিষ্টান।
মুদ্রা: নাইরা।

১৯৬০ খ্রিষ্টাব্দে দেশটি গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।