বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
ডিসেম্বর ১৯৭১
পূরব-পাঠ: নভেম্বর
৭১-এ এই সময়টাতে মুক্তিযুদ্ধ সর্বাত্মক রূপ পায়। এই সময় বাংলাদেশের স্বাধীনতা লাভ নিশ্চিত হয়ে যায়। মুক্তিবাহিনীর কাছে দিন দিন কোঠাসা হয়ে পড়ে পাক বাহিনী। একের পর এক প্রবল আক্রমণের মুখে পিছু হটতে থাকে পাকিস্তানী সেনাবাহিনী। এরই ভিতরে পাকিস্তানী সৈন্য, বিহারী এবং তাবেদার রাজাকার-আলবদরদের তৎপরতা বৃদ্ধি পায়। এদের তৎপরতা ছিল মূলত ব্যাপক গণ হত্যার মধ্য দিয়ে জনসাধারণকে অবদমিত করা। বিষয়টি দেখা যায় সে সময়ের গণহত্যার কিছু নমুনা থেকে। এই মাসের ১৪ তারিখে ঘটে বুদ্ধিজীবী হত্যা। এই মাসে আসে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়।


  • সূত্র :

    • বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র: মুজিবনগর প্রশাসন, তৃতীয় খণ্ড, প্রকাশকাল: নভেম্বর ১৯৮২)

    • প্রত্যক্ষদর্শীর বিবরণ
    • বিভিন্ন পত্রপত্রিকা