হুন জাতি
ইংরেজি: Huns
যাযাবর জাতি বিশেষ।

এরা কাস্পিয়ান
সাগরের নিকটবর্তী অঞ্চলে বসবাস করতো। এদের একটি দল, চীন সীমান্তের কাছে চলে আসে। চীনের ইতিহাস থেকে জানা যায়, এদের একটি দল চীনের হান রাজ্যের সীমান্ত বরাবর পৌঁছায়। হান সরকার হুন জাতির অভিজাত সম্প্রদায়ের সঙ্গে বিয়ের মাধ্যমে আত্মীয়ের সম্পর্ক প্রতিষ্ঠা করে শান্তি বজায় রাখার চেষ্টা করেছিল। প্রথম দিকে শান্তি বজায় ছিল, কিন্তু হুন জাতির সর্দাররা অন্য লোকের প্ররোচনায় হান রাজ্যের সঙ্গে সুসম্পর্ক ছিন্ন করেন। খ্রিষ্টপূর্ব ১৫৮ খ্রিষ্টাব্দে হুন জাতির যোদ্ধারা, হান রাজ্যের সীমান্ত অঞ্চলে আক্রমণ করে। এই সময় এরা তারা স্থানীয় অধিবাসীদের হত্যা করে এবং তাদের সম্পত্তি কেড়ে নেয়। এই জয়ের পরেও এরা যাযাবর স্বভাবের কারণে, এরা মধ্য এশিয়ায় বিভিন্ন অংশে ভ্রমণের ভিতর দিয়ে অতিবাহিত করে। ১৫০ খ্রিষ্টাব্দের দিকে এরা ককেশাস অঞ্চলে চলের একটি জাতিতে বৃহৎ জাতিতে পরিণত হয়। ৩৭০ খ্রিষ্টাব্দের ভিতরে এরা ভোলগা নদীর তীরে বসবাস করা শুরু করে। ৩৭০ খ্রিষ্টাব্দের পরে এরা ভোলগা নদী অতিক্রম করে, কৃষ্ণসাগরের তীরবর্তী এ্যালান্স জাতির এলাকায় প্রবেশ করে। হুনরা এই অঞ্চলের এ্যালন্সদের সাথে মিলিত হয়ে একটি মিশ্র জাতিসত্তার সৃষ্টি করে। কিন্তু একসময় এই মিলিত জাতি হুন নামেই পরিচিতি লাভ করে। এই সময় এরা এদের নিকটবর্তী গথিক রাজ্যের বসতি স্থাপন শুরু করে। এই সময় গথিক রাজা এর্মানারিক (Ermanaric) আত্মহত্যা করলে তার ভাইয়ের ছেলে ভিথিমিরিস (vithimiris) রাজত্ব লাভ করেন। ভিথিমিরিস হুন এবং এ্যালনদের বিতারিত করতে গেলে, একটি বড় ধরনের যুদ্ধের সূত্রপাত হয়। এই যুদ্ধে ভিথিমিরিস নিহত হন। গথিকরা এরপর এই অঞ্চল থেকে বিতারিত হয়। ভিথিমিরিস-এর একমাত্র পুত্র ভিডেরিকাস তাঁর সেনাবহিনীর সাথে দেশ ত্যাগ করেন। এরপর হুনরা ভিজিগথ অঞ্চলে প্রবেশ করে। ৩৭৬ খ্রিষ্টাব্দে গথিক জাতির সাথে এদের যুদ্ধ হয়। এই যুদ্ধে গথিকরা পরাজিত হলে, গথিক রাজা আত্মহত্যা করে। এরপর এরা এথানারিক রাজ্য আক্রমণ করে। এই যুদ্ধে এথানারিকরা পরজাতি হয়ে তাদের রাজ্য ত্যাগ করে কার্পেথিয়ানস-এ প্রবেশ করে। এই যুদ্ধের পর রোমানরা এদেরকে বহিরাগত জাতি হিসেবে আখ্যায়িত করে। ৩৮০ খ্রিষ্টাব্দে এরা প্যানোনিয়া অঞ্চলে বসতি স্থাপন করে। ৩৯৫ খ্রিষ্টাব্দে এরা রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলে ব্যাপক আক্রমণ করে। ৪৬৯ খ্রিষ্টাব্দের দিকে ইউরোপ ও মধ্যপ্র্যাচ্যের একটি বিশাল অংশ জুড়ে রাজত্ব কায়েম করতে সক্ষম হয়। ইউরোপ বিজয়ী হানদের বলা হয় কৃষ্ণ হুন।

পশ্চিমাঞ্চলীয় হুনদের বলা হয় শ্বেত হুন। এরা খ্রিষ্টীয় পঞ্চম শতকে পারশ্যের সাসানীয় বংশের সম্রাট ফিরোজ শাহকে পরাজিত ও হত্যা করে পারশ্য দখল করে। খ্রিষ্টীয় ষষ্ঠ শতকের ভিতর এরা বলখ্ দখল করে। কিন্তু এদের একটি শাখার নেতা তোরমান-এর নেতৃত্বে গান্ধার এবং পাঞ্জাব দখল করে। এরপর তার পুত্র মিহিরকুল ৫১৫ খ্রিষ্টাব্দে ভারতের একটি বিশাল অংশ দখল করে নেয়। কিন্তু পুষ্যভূতি ও কনৌজ-এর মুখারীদের আক্রমণের ফলে এরা দুর্বল হয়ে পড়ে। পরে এরা আর মধ্য এশিয়ার দিকে ফিরে যায় নি। স্থানীয় রাজপুতদের সাথে মিশে গিয়ে পুরোপুরি ভারতীয় হয়ে যায়।

ভারতের হুন শাসনের সময় দুইজন রাজার বিশেষভাবে জানা যায়। এঁরা হলেন পূর্বোক্ত তোরমান এবং মিহিরকুল।