তোরমান
ইংরেজি: Toramana
ভারত আক্রমণকারী হুন জাতির অধিনায়ক।

৪৬৭ খ্রিষ্টাব্দে গুপ্তরাজবংশের সম্রাট স্কন্ধগুপ্ত মৃত্যুবরণ করলে, কিছু অযোগ্য রাজা পর পর সিংহাসনে বসেন। এই সময় রাজবংশের উত্তরাধিকাদের ভিতরে আত্মকলহের কারণে গুপ্ত সাম্রাজ্যের সামরিক শক্তি হীনবল হয়ে পড়ে। এই সুযোগে  হুনদের রাজা তোরমান প্রথম আক্রমণ করে। যদিও ভানুগুপ্ত নামক এক রাজার কাছে তোরমান পরাজিত হয়েছিল, কিন্তু হুনদের তিনি সম্পূর্ণ পরাস্ত করতে পারেন নি। এই সময় গুপ্তরাজ বংশের উত্তরাধিকারদের মধ্যে আত্মকলহের সুযোগে সাম্রাজ্যের অন্যান্য অঞ্চলে একাধিক রাজবংশের উত্থান ঘটে। তোরমানের মুদ্রা থেকে জানা যায়, তোরমান উত্তর প্রদেশ, রাজস্থান,পাঞ্জাব ও কাশ্মীরের কিয়দংশ দখল করতে সক্ষম হয়েছিলেন।

তোরমানের ভারত আক্রমণের আগে থেকেই গান্ধার হুনদের অন্য একটি দলের অধিকারে ছিল। ধারণা করা হয়, গান্ধারের হুনদের সাথে তোরমানের আত্মীয়তা ছিল। তাই গান্ধারের রাজার থেকে তোরমানের কোনো ভয় ছিল না। ৫১০ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত এক যুদ্ধে ভানুগুপ্তের কাছে পরাজিত হওয়ার পর তোরমান ভারতের অপরাঞ্চল দখলের চেষ্টা করেন নি। ৫১৫ খ্রিষ্টাব্দে তোরমান মৃত্যুবরণ করলে, তাঁর পুত্র মিহিরকুল হুন সিংহাসনে বসেন।
 


সূত্র :
বাংলাদেশের ইতিহাস (আদিপর্ব)/রমেশচন্দ্র মজুমদার।
ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।