অঙ্গীকার
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ-ভিত্তিক একটি প্রতীক ভাস্কর্য।

বাংলাদেশের চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়কের পাশে অবস্থিত,  হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনের হ্রদের ভিতর স্থাপন করা হয়েছে এই ভাস্কর্যটি। ১৯৮৯ খ্রিষ্টাব্দে তৎকালীন জেলা প্রশাসক এসএম শামছুল আলমের প্রচেষ্টায় এই ভাস্কর্যটি নির্মাণ এবং স্থাপন করা হয়েছিল। ভাস্কর্যটির শিল্পী
 সৈয়দ আব্দুল্লাহ খালিদ।

বেদীসহ ভাস্কর্যটি উচ্চতা ১৫ ফুট। এটি কংক্রিটের তৈরি। এই ভাস্কর্যে একজন মুক্তিযোদ্ধা তাঁর  দৃঢ় ও বলিষ্ঠ মুঠিতে একটি ধাতব আগ্নেয়াস্ত্র ধরে আছে। এর দৃঢ় মুষ্ঠি স্বাধীনতার স্বপক্ষ জনতার দৃঢ়তার প্রতীক, আর অস্ত্রটি  স্বাধীনতা অর্জন এবং তা রক্ষার শক্তির প্রতীক। জনগণের দৃঢ়তার সাথে অস্ত্রের সমন্বয়ে সৃষ্টি হয়েছে একটি দৃঢ় অঙ্গীকার।

বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস-সহ অন্যান্য জাতীয় দিবসে এই ভাস্কর্যের পাদদেশে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।


তথ্যসূত্র:
http://www.chandpur.gov.bd/