কচি-কাঁচার মেলা
শিশুকিশোর সংগঠন।
শিশুদের মধ্যে সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল, 
১৯৫৬ খ্রিষ্টাব্দের ৫ই অক্টোবর ঢাকার হাটখোলার তারাবাগে 
কবি সুফিয়া কামালের বাসভবনে। 
আব্দুল্লাহ আল-মুতী শরফুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘কচি-কাঁচার মেলা’ গঠনের 
পর দৈনিক ইত্তেফাকের পাতায় এর প্রচারের ব্যবস্থা করা হয়। এই সংগঠনটির প্রাণপুরুষ 
ছিলেন  রুকনুজ্জামান খান দাদা ভাই । 
প্রাথমিকভাবে কচি-কাঁচার মেলার প্রধান কাজ ছিল তারাবাগের বা 
বলধা গার্ডেনের সাহিত্য সভাগুলো প্রাণবন্ত রাখা। তাছাড়া সে সময়ে শিশুদের ছবি আঁকা 
শেখানোর দায়িত্ব নিয়েছিলেন 
শিল্পাচার্য
জয়নুল 
আবেদীন। তাঁর পাশাপশি অন্যান্য চিত্রশিল্পীদের সহায়তায়- কচি-কাঁচার সদস্যরা অল্প সময়ের মধ্যে লেখা এবং 
অংকন শিল্পে যথেষ্ট সুনাম অর্জন করে। পরবর্তী সময়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় 
সদস্যদের পুরস্কারপ্রাপ্ত কচি-কাঁচার মেলার পরিচিতি ও পরিধি বিস্তৃত করে। 
দেশ স্বাধীন হওয়ার পূর্বে বেশ কিছু আন্তর্জাতিক শিশু শিবির ও প্রতিযোগিতায় অংশ 
নিয়েছে। বিশেষতঃ পূর্ব আমেরিকার সমাজতান্ত্রিক দেশগুলোতে বেশ কয়েকবার সংগঠনটি 
প্রতিনিধি প্রেরণ করে। ১৯৬৪-৭১ খ্রিষ্টাব্দ 
পর্যন্ত কচি ও কাঁচা নামক একটি মাসিক পত্রিকা প্রকাশিত হয়। বর্তমানে নিয়মিত কর্মসূচী না 
থাকলেও দেশব্যাপী বিভিন্ন শাখার পাশাপাশি ৩৭/এ, সেগুনবাগিচা, ঢাকায় রয়েছে সংগঠনটির 
নিজস্ব শিশু কিশোর কমপ্লেক্স।