পাকিস্তান শাহীন ফৌজ
শিশুকিশোর সংগঠন।
১৯৬৩ খ্রিষ্টাব্দ ‘পাকিস্তান শাহীন ফৌজ’ গঠিত হয়েছিল কবি ফররুখ আহমেদের প্রেরণায়।
এর সভাপতি ছিলেন এ্যাডভোকেট মুজিবুর রহমান।
মুকুল ফৌজ এবং
সবুজসেনা থেকে সাম্প্রদায়িক অংশ বেরিয়ে এসে পাকিস্তান
শাহীন ফৌজ গঠিত হয়েছিল।
মূলত ইসলাম ধর্মের আদর্শে শিশুদের গড়ে তোলার লক্ষ্যে এই
সংগঠনটি তৈরি হয়েছিল।
১৯৭১ খ্রিষ্টাব্দ পর্যন্ত সারা দেশে প্রায় ১১৩টির বেশি শাখা
ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, এই সংগঠনটি বিলুপ্ত হয়ে যায়।
সংকলন উৎস:
বাংলাদেশের শিশুকিশোর আন্দোলন- এ কে এম বদরুদ্দোজা
বাংলাদেশের শিশুকিশোর আন্দোলন ও ফুলকুঁড়ি আসর- আ জ ম ওবায়েদুল্লাহ
শিশু আন্দোলন: অতীত ও বর্তমান- মুহাম্মদ অছিয়ার রহমান মন্টু