বাংলাদেশ জাতীয় পার্টি
সূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন
http://www.ecs.gov.bd/Bangla

নিবন্ধন নম্বর

০২৮

নিবন্ধন তারিখ

১৬/১১/২০০৮

প্রতীক

কাঁঠাল

প্রতীক নমুনা

ভারপ্রাপ্ত চেয়ারম্যান

প্রফেসর ডাঃ এম, এ, মুকিত

ভারপ্রাপ্ত মহাসচিব

এ এন এম সিরাজুল ইসলাম

কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা

১১৬ শান্তিনগর, ঢাকা-১২১৭

মোবাইল

০১৭২৮৬৮৮৩৭৩, ০১৭১১৪৬১৪৪০, ০১৬১৭৪১৪৭৭৩

ইমেইল

bangladeshjatiyaparty@gmail.com

বাংলাদেশ জাতীয় পার্টি
বাংলাদেশের একটি রাজনৈতিক দল।

উল্লেখ্য লে.জে. হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৬ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি জাতীয় পার্টি নামে একটি দল গঠন করেছিলেন। এই দলটি পরবর্তী সময়ে নানা ভাগে বিভাজিত হয়েছে। এরই একটি অংশের নাম বাংলাদেশ জাতীয় পার্টি। মূল দলটি জাতীয় পার্টি (এরশাদ) নামে পরিচিত।

মন্ত্রিত্ব নিয়ে ঝামেলার এক পর্যায়ে, জাতীয় পার্টি (এরশাদ)-এর প্রথম মহাসচিব এম এ মতিন আলাদা জাতীয় পার্টি গঠন করেন। নির্বাচন কমিশন এই দলটির প্রতীক বরাদ্দ করেছে কাঁঠাল।