বাংলাদেশ খেলাফত আন্দোলন
সূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন
http://www.ecs.gov.bd/Bangla

নিবন্ধন নম্বর

০২০

নিবন্ধন তারিখ

১৩/১১/২০০৮

প্রতীক

বটগাছ

প্রতীক নমুনা

আমির

হযরত মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী

মহাসচিব

মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী

কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা

৩১৪/২, জে এন সাহা রোড, কিল্লার মোড়, লালবাগ, ঢাকা-১২১১

ফোন

৯৬৬০০৯৭ ৯৬৩০১০২

বাংলাদেশ খেলাফত আন্দোলন
বাংলাদেশের একটি ইসলামী রাজনৈতিক দল।

১৯৮১ খ্রিষ্টাব্দের ২৯শে নভেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা মুহাম্মাদুল্লাহ্‌। উল্লেখ্য, তিনি হফেজ্জী হুজুর নামে বাংলাদেশে বিশেভাবে পরিচিত। এই দলের প্রধান মুখপাত্র ছিলেন শায়খুল হাদিস আল্লামা আজীজুল হক।

১৯৮১ ও ১৯৮৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে এই দলের পক্ষে নির্বাচন করে অংশগ্রহণ করে হফেজ্জী হুজুর পরাজিত হন। এর মধ্যে ১৯৮১ খ্রিষ্টাব্দের নির্বাচনে ১.৭৯% ভোট পেয়ে তৃতীয় এবং ১৯৮৬ খ্রিষ্টাব্দে ৫.৬৯% ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেন।

১৯৮২ খ্রিষ্টাব্দে ইরাক-ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে হাফেজ্জী হুজুর এই দলের পক্ষে দুটি দেশ সফর করেন এবং সাদ্দাম হোসেন ও আয়াতুল্লাহ খোমেনীর সাথে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করেন।

১৯৯১ খ্রিষ্টাব্দের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, ছয়টি ইসলামি দল নিয়ে এই ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছিল। এই দলগুলো ছিল-বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলামী পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (বর্তমান ইসলামী আন্দোলন), জমিয়তে উলামায়ে ইসলাম ও ফরায়েজী আন্দোলন। এই জোট গঠনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক, চরমোনাইর পীর মাওলানা ফজলুল করিম, মাওলানা আবদুল করিম শায়খে কৌড়িয়া, মাওলানা আশরাফ আলী ধর্মান্ডুলি, মাওলানা মুহিউদ্দিন খান ও মাওলানা আহমাদুল্লাহ আশরাফ।