বাংলাদেশের সমাজতান্ত্রিক দল  (বাসদ)
সূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন
http://www.ecs.gov.bd/Bangla

নিবন্ধন নম্বর

০১৭

নিবন্ধন তারিখ

০৯/১১/২০০৮

প্রতীক

মই

প্রতীক নমুনা

 সাধারণ সম্পাদক

কমরেড খালেকুজ্জামান

কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা

২৩/২ তোপখানা রোড (৩য় তলা), থানা- শাহবাগ, জিপিও ঢাকা- ১০০০

ফোন

৯৫৮২২০৬

ফ্যাক্স

৯৫৫৪৭৭২

ইমেইল

mail@spb.org.bd

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল
বাংলাদেশের একটি সমাজতান্ত্রিক রাজনৈতিক দল। সংক্ষেপে বাসদ।

মূল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), নানা প্রতিকুলতার ভিতরে ১৯৮০ খ্রিষ্টাব্দ পর্যন্ত টিকে ছিল মাত্র। এরপর বিভিন্ন বিতর্ককে কেন্দ্র করে জাসদ বিভাজিত হয়ে যায়। এর প্রথম বিভাজন ঘটে ১৯৮০ খ্রিষ্টাব্দে। এই বছরের ৭ই নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দলটি আত্নপ্রকাশ করে। নব গঠিত দলের নামকরণ করা হয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। আর মূল ধারাটি জাসদ নামেই থেকে যায়।

গতানুগতিকভাবে এদের লক্ষ্য হিসেবে বলা হয়- শোষণমূলক পুঁজিবাদী আর্থ-সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে শোষণ-বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তবে এই দলের চূড়ান্ত  লক্ষ্য ছিল সাম্যবাদ করা। বাসদের কেন্দ্রীয় কমিটির কমরেড খালেকুজ্জামান হলেন ব সাধারণ সম্পাদক। এছাড়া কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন কমরেড বজলুর রশিদ ফিরোজ,কমরেড জাহেদুল হক মিলু এবং কমরেড রাজেকুজ্জামান রতন। উল্লেখ্য, এই দলের কার্যালয় হলো- ২৩/২তোপখানা সড়ক (৩য় তলা), ঢাকা, বাংলাদেশ ১০০০ দলটির মাসিক মুখপত্রের নাম "ভ্যানগার্ড"।