অষ্টগ্রাম উপজেলা
ভৌগোলিক অবস্থান : ২৪.২৬৬৬৬৬৬৭
°  উত্তর দ্রাঘিমাংশ ৯১.১২৫° পূর্ব-দ্রাঘিমাংশ

বাংলাদেশের
কিশোরগঞ্জ‎ জেলার একটি উপজেলা।  এই উপজেলার উত্তরে কিশোরগঞ্জ জেলার মিঠামইন ও ইটনা উপজেলা, দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাছির নগর, পূর্বে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাছিরনগর উপজেলা ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা, পশ্চিমে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও নিকলি উপজেলা। আয়তন ৩৫৫.৫৩ বর্গকিলোমিটার।

এই উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদ, ৫৯টি মৌজা, ১৭৩টি গ্রাম আছে ।

এই উপজেলার নাম অষ্টগ্রাম কেন, এ নিয়ে নানা রকমের মতামত আছে। অধিকাংশের মতে
খ্রিষ্টীয় দ্বাদশ শতকে বঙ্গের রাজা বল্লাল সেনের কৌলিন্য প্রথার বিরুদ্ধে একটি বিদ্রোহ দানা বেঁধে উঠে। এই সময় বল্লাল সেনের অধীনস্থ সামান্ত অনন্ত দত্ত অষ্টগ্রামের কাস্তুল নামক স্থানে বসতি একটি স্থাপন করেন। অনন্ত দত্তের সাথে তাঁর গুরু শ্রী কণ্ঠদ্বিজ এবং অনচরবর্গ এই এলাকায় আসেন। তারা এই এলাকায় মোট আটটি গ্রামে বসতি স্থাপন করে। কালক্রমে এই আটগ্রাম অষ্টগ্রাম নাম পরিচিতি লাভ করে।

অন্যমতে এক সময় এই স্থানটিতে একটি সমৃদ্ধশালী গ্রাম ছিল। সে সময়ে এই গ্রামের নাম কি ছিল তা জানা যায় না। হযরত শাহজালাল (রঃ) এর আটজন সঙ্গী নিয়ে এই অঞ্চলে ধর্ম প্রচারের জন্য এসে কিছুদিন বসবাস করেছিলেন। অষ্ট (আট) আউলিয়া গ্রাম হিসাবে আট আউলিয়ার গাঁও বলা হতো। কালক্রমে তা অষ্টগ্রামে পরিণত হয়েছে।

অন্যমতে এই অঞ্চলের আটটি মৌজা গ্রাম হিসাবে সুপ্রতিষ্ঠিত ছিল। এই মৌজাগুলো হলো অষ্টগ্রাম, আসিয়া,  দুবাই ভাটেরা, নরসিংহ পূর্ববাদ,  খাসাল,  বীরগাঁও, বত্রিশ গাঁও ও বারেচর। এর ভিতরে অষ্টগ্রাম ছিল সবচেয়ে সমৃদ্ধশালী। পরে এই গ্রামগুলোর সমন্বিত নাম দাঁড়ায় অষ্টগ্রাম।

১৮৬০ খ্রিষ্টাব্দে অষ্টগ্রাম ময়মনসিংহের মহকুমা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ খ্রিষ্টাব্দে এই থানকে জেলায় পরিণত করা হয়।

এই জেলার প্রধান নদী ৩টি। এগুলো হলো মেঘনা, বরাক ও ঘোড়ায়ুত্রা। উপজেলার প্রধান বিলগুলো হলো- বন্দ্রা, ধোপা, টুপা, মদন ও পদ্মা।

উল্লেখ্যযোগ্য স্থান বা স্থাপনাঃ
১. ঐতিহাসিক কুতুব শাহ্ মসজিদ।
২. কাস্তুল পাথরের মসজিদ
৩. কাস্তুল (ঈশা খাঁ ও মানসিংহের যুদ্ধস্থল)
৪. হাবিলী বাড়ি (মাজার)


সূত্র:
http://www.banglapedia.org