সিলেট বিভাগ
বাংলাদেশের ষষ্ঠ বিভাগ। [সিলেটের ইতিহাস]

১৯৪৭ খ্রিষ্টাব্দে পূর্ব-পাকিস্তানে চট্টগ্রাম বিভাগের একটি জেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। ১৯৯৫ খ্রিষ্টাব্দের ১ আগষ্ট এই জেলাকে বিভাগ ঘোষণা করা হয়। এই সময় প্রাক্তন সিলেট জেলার চারটি মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করে এই বিভাগের অম্তর্ভুক্ত করা হয়। এই জেলগুলো হলো- সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ  প্রশাসনিক কাঠামোগত পরিবর্তনের ধারায় এটি ছিল ষষ্ঠ বিভাগ।  এই বিভাগের বিভাগীয় শহর সিলেট।

ভৌগোলিক স্থানাঙ্ক: ২৩°৫৮´উওর অক্ষাংশ থেকে ২৫°১২´উওর অক্ষাংশ এবং ৯০°৫৬´পূর্ব দ্রঘিমাংশ থেকে ৯২° ৩০´পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।
অবস্থান: এই বিভাগের পূর্বে ভারতের আসাম, উত্তরে মেঘালয় রাজ্য (খাসিয়া ও জয়ন্তীয়া পাহাড়), দক্ষিণে ত্রিপুরা রাজ্য, আর পশ্চিমে বাংলাদেশের ঢাকা বিভাগ।

আয়তন: সিলেট বিভাগের মোট আয়তন ১২,৫৫৮ (বার হাজার পাঁচশত আটান্ন) বর্গ কিলোমিটার। এর অন্তর্গত সিলেট জেলার আয়তন ৩,৪৫২বর্গ কিলোমিটার, সুনামগঞ্জ জেলার আয়তন ৩,৬৭০ বর্গ কিলোমিটার, হবিগঞ্জ জেলার আয়তন ২,৬৩৭ বর্গকিলোমিটার, মৌলভীবাজার জেলার আয়তন ২,৭৯৯ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এ বিভাগের সর্ববৃহৎ জেলা সুনামগঞ্জ এবং সবচেয়ে ছোট জেলা হবিগঞ্জ।    

ভূপ্রকৃতি: সিলেট বিভাগের উত্তর, পূর্ব ও দক্ষিণ দিকে উঁচু উঁচু পর্বত শ্রেণীর পাহাড়ী অঞ্চল। মূলত: মেঘালয়, খাসিয়া, জৈন্তিয়া, ত্রিপুরার পাহাড়ের মাঝামাঝি বিস্তৃর্ণ এলাকাটিই হচ্ছে সিলেট বিভাগ বা প্রাচীন শ্রীহট্ট। অভ্যন্তরীণ সীমাভূমি বেশির ভাগ সমতল প্রান্তর। স্থানে স্থানে জঙ্গল ও বালুকাময় ক্ষুদ্র ক্ষুদ্র টিলা রয়েছে।

নদনদী: সিলেটের অভ্যন্তরীণ পাহাড় এবং ভারতের মেঘালয়ের পার্বত্য এলাকা থেকে প্রবাহিত অসংখ্য ঝর্ণা ধারা থেকে প্রবাহিত জলধারা বেশ কিছু নদী সৃষ্টি করেছে। এই বিভাগের অন্যতম নদী

  • সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন ( সিলেট অঞ্চল)
  • কালনী, যাদুকাটা, বাউলাই, কংস (সুনামগঞ্জ অঞ্চল)
  • মনু, ধলাই (মৌলভীবাজার অঞ্চল)
  • খোয়াই, সুতাং, রত্না (হবিগঞ্জ অঞ্চল)।

এছাড়া রয়েছে রয়েছে প্রায় ৪৬টি হাওড়। এগুলোর ভিতরে উল্লেখযোগ্য হাওড়গুলো হলো-

  • হাকালুকি (কুলাউড়া-বড়লেখা, মৌলভীবাজার, গোলাপগঞ্জ-ফেঞ্চুগঞ্জ, সিলেট)
  • হাইল হাওর (শ্রীমঙ্গল, মৌলভীবাজার)
  • টাংগুয়ার হাওর (তাহিরপুর-ধর্মপাশা, সুনামগঞ্জ)
  • শনির হাওর (তাহিরপুর, সুনামগঞ্জ)
  • দেখার হাওর (দক্ষিণ সুনামগঞ্জ, সদর, সুনামগঞ্জ)
  • ঘুঙ্গিয়াজুড়ি, মকার হাওর (হবিগঞ্জ সদর, বাহুবল, লাখাই, নবীগঞ্জ ও বানিয়াচং, হবিগঞ্জ)।

প্রশাসনিক পরিকাঠামো

  • সংসদীয় আসন: মোট ১৯ টি (সিলেট: ০৬টি; সুনামগঞ্জ :০৫টি ; মৌলভীবাজার: ০৪টি; হবিগঞ্জ: ০৪টি)
  • জেলা (৪টি): সিলেট সদর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ও হবিগঞ্জ
  • উপজেলা: ৪০টি (সিলেট: ১৩টি; সুনামগঞ্জ : ১১টি ; মৌলভীবাজার: ০৭টি; হবিগঞ্জ: ০৯টি)
  • থানা: ৪৪ টি (সিলেট: ১৭টি; সুনামগঞ্জ : ১১টি ; মৌলভীবাজার: ০৭টি; হবিগঞ্জ: ০৯টি)
  • সিটি কর্পোরেশন: ০১ টি (সিলেট সিটি কর্পোরেশন)
  • পৌরসভা : মোট ১৯ টি (সিলেট: ০৪টি; সুনামগঞ্জ : ০৪টি ; মৌলভীবাজার: ০৫টি; হবিগঞ্জ: ০৬টি)
  • ইউনিয়ন: মোট ৩৩৬ টি (সিলেট: ১০৫টি; সুনামগঞ্জ : ৮৭টি ; মৌলভীবাজার: ৬৭টি; হবিগঞ্জ: ৭৭টি)

উল্লেখযোগ্য স্থল বন্দর:  ভোলাগঞ্জ, তামাবিল, শেওলা, সুতারকান্দি, জকিগঞ্জ ও চাতলা।

জনসংখ্যা বিষয়ক

  • মোট জনসংখ্যা : ৯৮,০৭,০০০ জন (সিলেট: ৩৪,০৪,০০ জন; সুনামগঞ্জ : ২৪,৪৩,০০০জন; মৌলভীবাজার: ১৯,০১,০০০জন; হবিগঞ্জ: ২০,৫৯,০০জন)

  • জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গ কিলোমিটারে ৭০৩ জন

  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠি : মনিপুরি, খাসিয়া, গারো, পাত্র, লুসাই, হাজং, সাওতাল, ত্রিপুরা, টিপরা  

  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনসংখ্যা: ৬৬,৬২৪ জন (সিলেট: ১০,৬২৯জন; সুনামগঞ্জ: ৭,২৮০জন; মৌলভীবাজার:৪৪,৬৩৯ জন; হবিগঞ্জ: ৪,০৭৬জন)

শিক্ষা সংক্রান্ত তথ্য

  • শিক্ষার হার : ৪৯.৩২%জন (সিলেট: ৫১.২%; সুনামগঞ্জ : ৫০.০০%; মৌলভীবাজার: ৫১.১%; হবিগঞ্জ: ৪৫.০০%)  

  • শিক্ষা প্রতিষ্ঠান: মোট প্রতিষ্ঠান ৬,২৪২ টি

ক্রমিক প্রতিষ্ঠানের নাম সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার মোট
০১ সরকারি বিশ্ববিদ্যালয় ০২ - - - ০২
০২ বেসরকারি বিশ্ববিদ্যালয় ০৫ - - - ০৫
০৩ সরকারি মেডিকেল কলেজ ০১ - - - ০১
০৪ বেসরকারি মেডিকেল কলেজ ০৫ - - - ০৫
০৫ সরকারি ভেটেরিনারী কলেজ ০১ - - - ০১
০৬ তিবিবয়া কলেজ ০১ - - - ০১
০৭ পলিটেকনিক ইন্সটিটিউট ০১ - - ০১ ০২
০৮ ভোকেশনাল ইন্সটিটিউিট ০১ ০১ ০১ ০১ ০৪
০৯ ক্যাডেট কলেজ ০১ - - - ০১
১০ সরকারী কলেজ ০৫ ০৩ ০৩ ০৩ ১৩
১১ বেসরকারি কলেজ ৩৯ ১৪ ১৯ ২১ ৯১
১২ আইন কলেজ ০২ - - - ০২
১৩ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ০১ - - - ০১
১৪ সরকারি উচ্চ বিদ্যালয় ০৬ ০৫ ০৬ ০৩ ২০
১৫ বেসরকারি উচ্চ বিদ্যালয় ২৭৭ ১৪৯ ১০০ ১৫৫ ৬৮১
১৬ জুনিয়র উচ্চ বিদ্যালয় ৩৬ ২২ ২০ ১৮ ৯৬
১৭ সরকারি মাদ্রাসা ০১ - - - ০১
১৮ বেসরকারি মাদ্রাসা ১৭৫ ৬৫ ৫৩ ৫৪ ৩৪৭
১৯ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১,০৬৬ ৮৫৬ ৭৩২ ৬৯২ ৩,৩৪৬
২০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২৯৫ ৫৭৬ ২৯৪ ২৮০ ১৪৪৫
২১ ইবতেদায়ী মাদ্রাসা ৫৩ ৫০ ২২ ৫২ ১৭৭
মোট ১৯৭৪ ১,৭৪১ ১,২৫০ ১২৮০ ৬২৪২

শিল্পকারখানা

সার কারখানা ১টি (ফেঞ্চুগঞ্জ সার কারখানা)
সিমেন্ট ফ্যাক্টরী ২টি - ছাতক সিমেন্ট ফ্যাক্টরী, লাফার্জ-সুরমা সিমেন্ট ফ্যাক্টরী
পেপার মিল ১টি, (ছাতক পেপার মিল)
টেক্সটাইল মিল ১টি
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ৫টি
বিসিক শিল্পনগরী ০৫ টি

গ্যাস ক্ষেত্র :

ক্ষেত্রের নাম রিজার্ভ  (বিসিএফ) কূপ সংখ্যা দৈনিক উৎপাদন (বিসিএফ)
ক. উৎপাদনশীল
১। হবিগঞ্জ ৯৫৩.২১০ ১০ ০.২৮৯৮
২। কৈলাশটিলা ২২৫৪.৮৫৩ ০৪ ০.০৬১২
৩। রশিদপুর ১০৫৯.৫১৯ ০৭ ০.১০২১
৪। সিলেট ৯৭.০৫৯ ০১ ০.০০৫৫
৫। জালালাবাদ ৭১৭.৩৭৫ ০৪ ০.১৭৪১
৬। বিয়ানীবাজার ১৫৬.৪২১ ০২ ০.০২৫৯
৭। বিবিয়ানা ২০৪১    
৮। ফেঞ্চুগঞ্জ ২১০    
৯। মৌলভীবাজার ৪০০    
খ. উৎপাদন বন্ধ
১। ছাতক  (টেংরাটিলা) ২৪১.৫    
সর্বমোট ৮১৩০.৯৩৭    

পর্যটন

সিলেট বিভাগের দর্শণীয় স্থানসমূহ

  • সিলেট জেলা:   
    • হযরত শাহজালাল (রঃ) এবং হযরত শাহপরাণ (রঃ) এর মাজার, সিলেট।
    • জাফলং, শ্রীপুর, তামাবিল, ভোলাগঞ্জ পাথর কোয়ারী, লাক্কাতুরা চা বাগান, বিছনাকান্দি, খাসিয়াপুঞ্জি,
    • জৈন্তার রাজবাড়ী, জৈন্তাপুর, সিলেট।
    • শ্রী চৈতন্যের জন্মস্থান, গোলাপগঞ্জ, সিলেট।
    • রাতারগুল, গোয়াইনঘাট, সিলেট।
  • সুনামগঞ্জ
    • টেকেরঘাট, সুনামগঞ্জ।
    • টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ।
    • হাছন রাজার বাড়ী, সুনামগঞ্জ।
    • দেখার হাওর
  • মৌলভীবাজার
    • মাধবকুন্ড জলপ্রপাত, বড়লেখা, মৌলভীবাজার।
    • হামহাম জলপ্রপাত, কমলগঞ্জ, মৌলভীবাজার।
    • বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, শ্রীমঙ্গল টি রিসোর্ট, মৌলভীবাজার।
    • লাউয়াছড়া রিজার্ভ ফরেস্ট, কমলগঞ্জ, মৌলভীবাজার।
  • হবিগঞ্জ

    সাতছড়ি জাতীয় উদ্যান, চুনারুঘাট, হবিগঞ্জ।

মুক্তিযুদ্ধের স্মৃতি

  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মেমোরিয়াল টাওয়ার, মৌলভীবাজার।
  • জেনারেল এম এ জি ওসমানীর কবরস্থান, সিলেট।
  • মেজর জেনারেল এম এ রব-এর কবরস্থান, হবিগঞ্জ।
  • সুনামগঞ্জ জেলার ডলুরা নামক স্থান
  • তেলিয়াপাড়া চা বাগান সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, মাধবপুর, হবিগঞ্জ।

অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহ:

  • মনিপুরী ললিতকলা একাডেমী, মৌলভীবাজার।
  • বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র, মৌলভীবাজার।
  • ওসমানী জাদুঘর, সিলেট।
  • বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইন্সটিটিউট, খাদিমনগর, সিলেট।
  • কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, সিলেট।
  • স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিক্স, সিলেট।
  • এম,এ,জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর, সিলেট।

সূত্র:

  • http://www.sylhetdiv.gov.bd/