হালদ
ঊর্ধ্বক্রমবাচকতা {| নদী | জলস্রোত | জলাঙ্গী | স্ব-সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}

বাংলাদেশের একটি নদী।
পার্বত্য চট্টগ্রামের বদনাতলী পাহাড় হতে উৎপন্ন হয়েছে। নদীটি ফটিকছড়ির ভিতর দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছেএরপর দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে, দক্ষিণদিকে বাঁক নিয়ে সোজা  দক্ষিণে প্রবাহিত হয়েছেফটিকছড়ির বিবিরহাট, নাজিরহাট, সাত্তারঘাট ও অন্যান্য অংশ, হাটহাজারী, রাউজান  এবং চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছেপরে আরও দক্ষিণে চট্টগ্রামের কালুরঘাটের কাছে কর্ণফুলি নদীর সাথে মিলিত হয়েছেএর  দৈর্ঘ্য প্রায় ৮০ কিলোমিটার