জগন্নাথ হল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল।

ঢাকার বলিয়াদির জমিদারের প্রচেষ্টায় জগন্নাথ হল নির্মিত হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান সম্প্রদায়সহ সংখ্যালঘু ছাত্রদের জন্য এই হলটি সংরক্ষিত।

জগন্নাথ হলের নামকরণ হয় তাঁর পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে। জগন্নাথ রায় চৌধুরীর নামেই ঢাকার জগন্নাথ কলেজেরও নামকরণ করা হয়েছিল। জগন্নাথ হলের প্রথম প্রভোস্ট ছিলেন আইন বিভাগের প্রথম অধ্যাপক নরেশচন্দ্র সেনগুপ্ত। উল্লেখ্য অধ্যাপক নরেশচন্দ্র সেনগুপ্তের উৎসাহে জগন্নাথ হলের প্রথম বার্ষিক সাহিত্যপত্র বাসন্তিকা ১৯২৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। নরেশচন্দ্র সেনগুপ্তের পর প্রভোস্ট হন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. রমেশচন্দ্র মজুমদার।

১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫শে মার্চ মধ্যরাতের পর পাকিস্তানের সেনাবাহিনী ঢাকায় গণহত্যা অভিযান শুরু করে। এর অন্যতম লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এই রাতে জগন্নাথ হলের বহু আবাসিক ছাত্র ও কর্মচারীকে পাকসৈন্যরা হত্যা করে।  ১৯৮৫ খ্রিষ্টাব্দের ১৫ অক্টোবর প্রাচীন জগন্নাথ হলের একটি অংশের আবাসিক ভবনের ছাদ ধ্বসে পড়ে। এতে প্রাণ হারায় ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি। এরপর থেকেই ঐ দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়।