লৌহ প্যাগোডা
ইংরেজি : The Iron Pagoda
ভৌগোলিক অবস্থান : ৩৪°৪৯০০ উত্তর দ্রাঘিমাংশ ১৪৪°২১৫৪ পূর্ব অংক্ষাংশ।

চীন এবং সারা বিশ্বের একটি উল্লেখযোগ্য প্যাগোডা। এর নাম লৌহ প্যাগোডা হলেও এটি ইটের তৈরি। এর রং এবং গঠনবিন্যাস দেখে লোহার তৈরি বলে মনে হয়, সেই কারণে বহু আগে থেকে লোকমুখে এর নাম হয়েছে লৌহ প্যাগোডা।

চীনের হেনান প্রদেশের কাইফেং (Kaifeng) নগরে এই প্যাগোডাটি স্থাপিত। উল্লেখ্য সং রাজবংশের শাসনামলে কাইফেং নগরীর ছিল তাঁদের রাজ্যের রাজধানী। তৎকালীন সম্রাটের আদেশে ৯৬৫-৯৯৫ খ্রিষ্টাব্দের ভিতরে প্রথম একটি কাঠের প্যাগোডা তৈরি হয়। এর স্থপতি ছিলেন ইউ হাও (Yu Hao)। এই প্যাগোডাটি ছিল ই্‌উগুও মন্দিরের (Youguo Temple) অংশ। এই প্যাগোডাটি সে সময় সৌন্দর্যের জন্য খ্যাতি অর্জন করেছিল। দুর্ভাগ্যবশতঃ ১০৪৪ খ্রিষ্টাব্দে বজ্রপাতে এই প্যাগোডাটি ভ্ষ্মীভূত হয়। এরপর সম্রাট রেনজোং-এর নির্দেশে একটি নূতন প্যাগোডা নির্মাণ শুরু হয় এবং ১০৪৯ খ্রিষ্টাব্দে এই প্যাগোডাটি নির্মাণ কাজ শেষ হয়। ১৮৪৭ খ্রিষ্টাব্দে ইয়াংজি (ছাংচিয়াং ) নদী প্লাবিত হলে, ই্‌উগুও মন্দিরের অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে যায়। কিন্তু এই লৌহ প্যাগোডাটি অক্ষতই থেকে যায়। নির্মাণের পর থেকে এই অঞ্চলে ৩৮ ভূমিকম্প এবং ৬টি প্লাবন সংঘটিত হয়েছে। এর কোনটির দ্বারাই এই প্যাগোডাটি ক্ষতিগ্রস্থ হয় নি। ১৯৯৪ খ্রিষ্টাব্দে এই প্যাগোডার ছবি দুই ইউয়ান মূল্যের ডাক টিকিটে ব্যবহৃত হয়েছিল।

১৩ তলা বিশিষ্ট এই প্যাগোডার আকার অষ্টকৌণিক। উচ্চতা ৫৬.৮৮ মিটার (১৮৬.৫৬ ফুট)। ইটের তৈরি এই প্যাগোডাটি স্তম্ভাকারে সরলভাবে তৈরি করা হয়েছে। এর ভিতরভাগে ঘুরানো পাথরের সিঁড়ি আছে। বাইরে দেওয়ালে বাতাস ও আলো প্রবেশের জন্য উন্মুক্ত পরিসর আছে। এর বাইরের দিকে ৫০ ধরনের উজ্জ্বল ইট ব্যবহার করা হয়েছে। এর ভিতর ভাগে ১৬০০ সূক্ষ্ম কারুকার্য মণ্ডিত ফলক আছে। এই ফলকগুলোতে শায়িত এবং দণ্ডায়মান বৌদ্ধ মূর্তি, পুরোহিত. সঙ্গীতশিল্পী এবং উড়ন্ত নৃত্যশিল্পীর মূর্তি অঙ্কিত আছে।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Iron_Pagoda