অলিম্পাস
গ্রিক Όλυμπος>ইংরেজি
Olympus>বাংলা অলিম্পাস।
গ্রিসের সর্বোচ্চ পর্বত। এর উচ্চতা ২৯১৯ মিটার (৯,৫৭০ ফুট)। এর
অবস্থান ৪৯০০৫¢
উত্তর, ২২০২১¢
পূর্ব। এই
পর্বতটির সাথে গ্রিক পৌরাণিক কাহিনিগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
গ্রিক
পৌরাণিক কাহিনিতে এই পর্বতকে দেবতাদের আবাসস্থল, কখনো স্বর্গভূমি হিসাবে বিবেচনা করা হয়েছে। এই পর্বত
থেকে দেবরাজ
জিউস
বিশ্বব্রহ্মাণ্ড শাসন করতেন।