ইলোরা

 

ভারত প্রজাতন্ত্রের মহারাষ্ট্র নামক প্রদেশের আওরঙ্গবাদ জেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থল।  স্থানীয়ভাবে ইলোরাকে ভেলুরা বা এলুরা বলা হয়। ধারণা করা হয়, প্রাচীন এলাপুরা নাম থেকে এই সকল নামের উৎপত্তি হয়েছে। বর্তমানে এই স্থানটি ইলোরা নামেই সর্বাধিক পরিচিত।


আওরঙ্গবাদ জেলা শহর থেকে ৩০ কিলোমিটার (১৮.৬ কিলোমিটার) দূরে এই স্থানটি অবস্থিত। এই স্থানের চরনন্দ্রী পাহাড়ের ৩৪টি গুহায় হিন্দু, বৌদ্ধ ও জৈনধর্মের মন্দির রয়েছে। মূলত এই পাহাড়টি গ্রানাইড পাথরের তৈরি। এই পাহাড়ে গা কেটে কেটে মন্দিরগুলো তৈরি হয়েছিল। গ্রানাইড পাথরে এর ভিতরে হিন্দু ধর্মের ১৭টি, হিন্দু ধর্মের ১২টি এবং ৫টি জৈন ধর্মের মন্দির রয়েছে। ধারণা করা হয়, কালাচুরি, চালুক্য ও রাষ্ট্রকুট শাসনামলে এই মন্দিরগুলো নির্মিত হয়েছিল।

 

ইলোরা উল্লেখ পাওয়া যায় আরব ভূগোলবিদ আল মাসুদি, ঐতিহাসিক ফিরিস্তা, নিকোলাই মানুচ্চি, চার্লস মালে। কালের পরিক্রমায় এই পাহাড়ি এলাকা লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিল। সমগ্র অঞ্চল ঢাকা পড়ে গিয়েছিল গভীর অরণ্যে। ১৮১৯ খ্রিষ্টাব্দে এক ইংরেজ শিকারি বাঘ শিকার করতে গিয়ে এই গুহাগুলোর সন্ধান পান। তারপর থেকে নতুনভাবে এই গুহাগুলো সম্পর্কে মানুষ জানতে পারে।

 

 

গুহা ও মন্দির পরিচিত