জামা মসজিদ (দিল্লী)
ফার্সি   مسجد جھان نما  
অপরাপর নাম : মসজিদ-ই-জাহান-নুমা।

ভারতের সর্ববৃহৎ মসজিদ। মোগল সম্রাট শাহজাহানের রাজত্বকালে ১৬৫০ খ্রিষ্টাব্দে এই মসজিদ-এর নির্মাণ কাজ শুরু হয়। সম্রাট শাজাহান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন ১৯ অক্টোবর তারিখে। এর নির্মাণ কাজ শেষ হয় ১৬৫৬ খ্রিষ্টাব্দে।  এই মসজিদ-এ প্রায় ২৫ হাজার মানুষ এক সাথে নামাজ পড়তে পারেন। মসজিদটি তৈরির তত্ত্বাবধানে ছিলেন সম্রাট শাহজাহানের প্রধান মন্ত্রী সাদুল্লাহ খান।

মূল মসজিদটির দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ২৭ মিটার। চারকোণায় রয়েছে ২টি মিনার। প্রতিটি মিনার ৪১ মিটার লম্বা। ছাদের উপরে রয়েছে শ্বেত পাথরের উপরে কারুকার্য করা তিনটি গম্বুজ। এর ভিতরে মাঝের গম্বুজটি সবচেয়ে বড়।

এই মসজিদটি তৈরিতে প্রায় ৬০০০ কর্মী নিয়োগ করা হয়েছিল। ওই সময় প্রায় ১০ লক্ষ মুদ্রা ব্যয় হয়েছিল। এর স্থাপত্যরীতির সাথে আগ্রার ফতেপুর সিক্রির জামা মসজিদ-এর বেশ মিল আছে।

মসজিদ-এর সামনে ৭৫ মিটার দীর্ঘ এবং ৬৬ মিটার প্রস্থযুক্ত একটি আঙিনা আছে। এতে প্রবেশের জন্য তিনটি ফটক আছে। এই আঙিনার পূর্বদিকের মধ্যভাগ বরাবর রয়েছে মসজিদ-এর প্রধান প্রবেশ পথ। বাদাশাহী আমলে এর উত্তর ও দক্ষিণ দিকের ফটকটি ছিল জন সাধারণের জন্য। আর পূর্বদিকের ফটকটি ছিল বাদশাহ এবং উচ্চপদস্থ আমির-ওমরাহদের জন্য। বেশ দীর্ঘ সিঁড়ি ভেঙে মসজিদ-এ উঠতে হয়।

এই মসজিদটিতে পাঁচটি তলা আছে। প্রত্যেক তলার সাথে হুলান বারান্দা আছে। এর প্রথম তিনটি তলা লাল বালুপাথর দিয়ে তৈরি। চতুর্থ তলাটি মার্বেল এবং পঞ্চম তলা বালিপাথর দিয়ে তৈরি।


সূত্র : http://www.culturalindia.net/monuments/jama-masjid.html
বাংলা বিশ্বকোষ। দ্বিতীয় খণ্ড। নওরোজ কিতাবিস্তান। ডিসেম্বর ১৯৭৫।
en.wikipedia.org/wiki/Jama_Masjid,_Delhi