কালিম্পং (Kalimpong)

 

বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি মহকুমা শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে কালিম্পং-এর উচ্চতা ৪,১০০ ফুট। ১৮৬৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত কালিম্পং ভুটানের অংশ ছিল। এই কারণে  মহকুমার অধিকাংশ লোক ভুটানি। পরে এই অঞ্চলটি দার্জিলিং জেলার অন্তর্ভুক্ত করা হয়। ১৯১৬ খ্রিষ্টাব্দে কালিম্পং-কে দার্জিলিং জেলার মহকুমা করা হয়। এই মহকুমাটি দুটি থানা নিয়ে গঠিত। এই থানা দুটি হলো- কালিম্পং সদর এবং গরুবাথান। এর আয়তন ১০৫৬.৫ বর্গ কিলোমিটার।
 

এর পূর্বে জলঢাকা, পশ্চিমে তিস্তা নদী ও উত্তরে সিকিমরাজ্য। বর্তমানে এই মহকুমার অধিকাংশ অঞ্চল সংরক্ষিত বনভূমি হিসাবে ঘোষিত হয়েছে। এখানকার বনভূমির প্রধান গাছগুলো হলো- পাইন, শাল, জারুল। অর্থকরী ফসলগুলো হলো- ভুট্টা, চা, কমলালেবু, বড় এলাচ। এছাড়া মংপু ও তৎসংলগ্ন অঞ্চলে সংরক্ষিত বাগান রায়েছে। এই মহকুমার প্রধান প্রধান নদীগুলো হলো- লিশ, গিশ ও চেল-তিন।
 


তথসূত্র : বঙ্গ অভিধান। যোগনাথ মুখোপাধ্যায়।  ১৯৯৯।