কলিঙ্গ

আধুনিক উড়িষ্যার একটি অংশ, অন্ধ্রপ্রদেশের কিছু অংশ এবং বঙ্গদেশের সুবর্ণরেখা নদী পর্যন্ত অংশ নিয়ে গঠিত একটি রাজ্য। নন্দরাজের শাসনমালে কলিঙ্গ মগধের শাসনাধীন ছিল। প্লিনির বিবরণ থেকেও জানা যায়, চন্দ্রগুপ্তের শাসনামলেও কলিঙ্গ মগধের অধীনে ছিল। অশোকের শাসনামলের প্রথম দিকে কলিঙ্গ একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল।  খ্রিষ্টপূর্ব ২৬০-৬৩ অব্দে সম্রাট অশোক কলিঙ্গ জয় করেন।


সূত্র :
ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।