বরাক নদী
ভারতের একটি নদী।
ভারতের
মণিপুর রাজ্যের আঙ্গামীনাগায় উৎপন্ন হয়েছে। পাহাড়ি অজস্র ঝর্না এবং জলধারা মণিপুরের
লিয়াই কুলান গ্রামে উৎপত্তি হয়ে ভৌরী নমে নিম্নভূমির দিকে প্রবাহিত হয়েছে। উৎপত্তি
স্থলের ঝরনাগুলো হলো- গুমতি, হাওড়া, কগনি, সেনাই বুড়ি, হরি মঙ্গল, কাকরাই, কুরুলিয়া, বালুঝুরি, শোনাইছড়ি ও দুরদুরিয়া।
উৎপত্তি স্থানের পাহাড়ি উচ্চ অঞ্চল থেকে ভৌরী বা বরাক মণিপুরের ভিতর দিয়ে
নাগাল্যান্ডে প্রবেশ করেছে। এরপর দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আসামের কাছাড়
জেলায় প্রবেশ করেছে। এরপর আসামের বদরপুরের কাছে
সুরমা
ও
কুশিয়ারা
নামে দুটি ধারায় বিভাজিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
জলজ জীব বৈচিত্র্যের পরিপ্রেক্ষিতে বরাক বিশ্বের অন্যতম সমৃদ্ধ নদীগুলির মধ্যে
একটি এখানে নিওন টেট্রা সহ ২,০০০ প্রজাতির মাছ আছে। অন্যান্য প্রাণীগুলির মধ্যে আছে বরাক নদীর কুমির, বা সিয়ামিজ কুমির (একটি বিরল এবং বিপন্ন প্রজাতির কুমির), শুশু ডলফিন, মসৃণ চামড়ার ভোঁদড়, এবং কালো মকর বা এক ধরনের কুমির।
বারাকের প্রধান উপনদীগুলি সবাই ভারতে। এর ভিতরে উল্লেখযোগ্য
নদীগুলোর ভিতরে রয়েছে জিরি, লায়ং, লঙ্গাই, মধুরা, তুইরিয়াল, রুকনি এবং কাটাখাল।