সাতপুরা পর্বতমালা
ভারতের আর্যাবর্ত ও দাক্ষিণ্যাত্যের ভূ-বিভাজক পর্বতমালা।
এই পর্বতমালা আরব সাগরের তীরবর্তী পূর্ব গুজরাট থেকে শুরু হয়ে পূর্বদিকে
মহারাষ্ট্র ও মধ্য প্রদেশের মধ্য দিয়ে অগ্রসর হয়ে ছত্তিসগড়ে গিয়ে শেষ হয়েছে।
পর্বতমালাট
বিন্ধ্য পর্বতমালা
দক্ষিণে ও সমান্তরালভাবে বিস্তৃত। এই দুই পর্বতমালা উত্তর ভারতের আর্যাবর্ত ও
দাক্ষিণাত্য থেকে আলাদা করেছে।
সাতপুরা ও
বিন্ধ্য পর্বতমালার
মধ্যবর্তী নিম্নভূমি দিয়ে
নর্মদা নদী প্রবাহিত হয়েছে। নদীটি সাতপুরা পর্বতমালার উত্তর ঢাল থেকে উৎপত্তি
লাভ করেছে এবং পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। সাতপুরার
পশ্চিমভাগে এর দক্ষিণ ঢাল থেকে তাপ্তি নদী উৎপত্তিলাভ করেছে। অন্যদিকে সাতপুরার
পূর্বভাগ গোদাবরী নদীর উৎস। সাতপুরা পূর্বদিকে ছোট নাগপুর মালভূমির পাহাড়গুলির
সাথে মিশে গেছে।
সুদূর অতীতে সাতপুরা পর্বতমালা ঘন অরণ্যে আবৃত ছিল। বর্তমানে এর বেশীরভাগ অংশই
পরিস্কার করে মানুষের আবাসস্থল গড়ে তোলা হয়েছে।
অবশিষ্ট পার্বত্য জঙ্গলে ভারতীয় বাঘ, গাউর, ঢোলে, ভাল্লুক, চৌশিঙ্গা,
কালোহরিণ পাওয়া যায়।