জার্মোদের ব্যবহৃত পাথুরে পাত। সময় খ্রিষ্টপূর্ব ৭০০০ অব্দ। |
এরা বার্লি এবং স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য শস্য উৎপাদন করতে পারতো। এদের খাদ্য সংরক্ষণের ব্যবস্থা ছিল। এরা পশুর মাংশ এবং নানা ধরনের মশলা ব্যবহার করতো। গৃহপালিত পশুর তালিকায় ছিল ছাগল, ভেড়া এবং কুকুর। এরা মাতৃদেবীর পূজা করতো।