জার্মো সভ্যতা
Jarmo Civiliaztion
(৭৫০০-৫৫০০ খ্রিষ্টপূর্বাব্দ)

প্রাক্-মেসোপটেমিয়ান একটি সভ্যতা। প্রায় ৭৫০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই সভ্যতা গড়ে উঠেছিল বর্তমান ইরাকের জাগ্রোস পর্বতমালার পাদদেশে। এর পতন ঘটেছিল ৫০০০ খ্রিষ্টপূর্বাব্দ সাগরপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৮০০ মিটার। প্রাচীনত্নের বিচারে এই সভ্যতাকে প্যালেস্টাইনের জেরিকা সভ্যতা ও আনাতোলিয়ার কাতালহোয়ুক সভ্যতার কাছাকাছি সময়ের বিবেচনা করা হয়।

ইরাকের কির্কুক শহরে‌র পূর্বাংশের অবস্থিত জার্গোস পাহাড়ের পাদদেশে জার্মো সভ্যতার নমুনা পাওয়া গেছে। এর আয়তন ছিল- ১২০০০ থেকে ১৬০০০ বর্গ মিটারখ খ্রিষ্টপূর্ব ৭০৯০ অব্দের দিকে এই নগরীর অস্তিত্ব ছিল। নব্য পাথর যুগের সমসাময়িক কালের এই সভ্যতাকে মেসোপটেমিয়ার প্রাচীনত্বের একটি উল্লেখযোগ্য নমুনা হিসেবে বিবেচনা করা হয়। সাগরতল থেকে এর উচ্চতা প্রায় ৮০০ মিটার।

বর্তমানে একে মেসোপটেমিয়া সভ্যতার একটি ক্ষুদ্র গ্রাম হিসেবেই বিবেচনা করা হয়।
এরা হাতিয়ার হিসেবে ব্যবহার করতো পাথুরে শিকল, কর্তনযন্ত্র, পাত্র এবং অন্যান্য গৃহস্থালী উপকরণাদি।
 

জার্মোদের ব্যবহৃত পাথুরে পাত। সময় খ্রিষ্টপূর্ব ৭০০০ অব্দ।

এরা বার্লি এবং স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য শস্য উৎপাদন করতে পারতো। এদের খাদ্য সংরক্ষণের ব্যবস্থা ছিল। এরা পশুর মাংশ এবং নানা ধরনের মশলা ব্যবহার করতো। গৃহপালিত পশুর তালিকায় ছিল ছাগল, ভেড়া এবং কুকুর। এরা মাতৃদেবীর পূজা করতো।